ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৫:২০, ২৯ অক্টোবর ২০১৭

ক্যাম্পাস সংবাদ

ঢাকার মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালর্সে (বিইউপি) বিইউপি লিটারেচার অ্যান্ডডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৭ এর চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী গত ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের মোট ৭২টি দল অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতাটি দু’টি পর্বে বিভক্ত করা হয়, যথা: এশিয়ান ট্র্যাডিশন পার্লামেন্টারি ডিবেট (এপি) এবং ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট (বিপি)। এশিয়ান ট্র্যাডিশন পার্লামেন্টারি ডিবেট (এপি) এ ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে ৩২টি দল এবং ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট (বিপি) এ ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি দল অংশগ্রহণ করে। এশিয়ান পার্লামেন্টারিতে দু’টি দল এবং ব্রিটিশ পার্লামেন্টারিতে চারটি দল চূড়ান্তপর্বে উন্নীত হয়। এশিয়ান পার্লামেন্টারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে এবং ব্রিটিশ পার্লামেন্টারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসিএর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাকিয়া তাজিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক মেলা আপনার উদ্দেশ্য যদি হয় সাধ্যের ভেতর বিদেশে উচ্চ শিক্ষা, সেই ক্ষেত্রে আপনার পছন্দের দেশ হতে পারে মালয়েশিয়া। পর্যটন কেন্দ্রিক দেশ হওয়াতে এখানে রয়েছে প্রচুর কাজের সুযোগ। পড়াশোনা, থাকা খাওয়ার খরচও কম। মালয়েশিয়ায় রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং কলেজ। এসব বিশ্ববিদ্যালয়/কলেজ পৃথিবীর উন্নত বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত। অতএব মালয়েশিয়া থেকে লেখাপড়া করে পৃথিবীর যেকোন দেশে চাকরি অথবা পরবর্তী পর্যায়ের লেখাপড়ার জন্য চলে যেতে পারবেন। বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছে। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার অন্যতম। মালেশিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক মেলা কৃষিবিদ কনভেনশন হলে (খামারবাড়ী, ফার্মগেট) শুরু হয়েছে। মেলা চলবে ৩০ অক্টোম্বর পর্যন্ত। মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। মেলায় থাকছে মালয়েশিয়ার বেশ কিছু প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি। চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন এ মেলায়। যোগাযোগঃ বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার, বিটিআই সেন্টার প্লাজা, ৯৫ গ্রীন রোড, ফার্মগেট । ফোনঃ ০১৭৮৯৭৭১১৪৪, ০১৭৭৮৩৩৩৩৮৮। w.bmscl.com, Facebook: malaysiastudycentre খলিলুর রহমান
×