ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর

প্রকাশিত: ০৫:১০, ২৯ অক্টোবর ২০১৭

বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৮ অক্টোবর ॥ লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের বিজ্ঞান ও গ্রন্থাগার ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। শনিবার বিকেলে এ ভবনের উদ্বোধন করেন শিক্ষানুরাগী শেখ মোঃ আমিনুর রহমান হিমু। এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। টার্মিনালে হকার নিষিদ্ধ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এক নারী যাত্রীকে শ্লীলতাহানিসহ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় সৈয়দপুর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে হকার নিষিদ্ধ করেছে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। শনিবার সকালে ঘটনাটি ঘটে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায়। এদিন ভোরে ঢাকা থেকে আসা এক নারী যাত্রী সৈয়দপুর বাস টার্মিনালে নামেন। এ সময় ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে টার্মিনালের টয়লেটে যান। সেখানে অজ্ঞাতপরিচয় এক হকার ওই নারীকে একা পেয়ে শ্লীলতাহানি ঘটিয়ে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে ওই নারী নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে অভিযোগ করে।
×