ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেই ধর্ষক রিমান্ডে ॥ মেডিক্যাল রিপোর্ট নিয়ে আপত্তি

প্রকাশিত: ০৫:০৯, ২৯ অক্টোবর ২০১৭

সেই ধর্ষক রিমান্ডে ॥ মেডিক্যাল রিপোর্ট নিয়ে আপত্তি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৮ অক্টোবর ॥ শেরপুরের পল্লীতে তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু (১১) ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি ধর্ষক জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার দুপুরে ধর্ষক জসিমকে জেলা কারাগার থেকে সদর থানায় নেয়া হয়। অন্যদিকে ধর্ষণের রক্তাক্ত ক্ষত নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তির পরও ধর্ষিতা শিশুর মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের কোন আলামত না থাকায় ওই হাসপাতালের আরএমও ডাঃ নাহিদ কামাল কেয়ার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগই শেষ পর্যন্ত গতি পেয়েছে। এ বিষয়ে আপত্তি তুলেছে ধর্ষিতার পরিবার, এলাকাবাসীসহ মানবাধিকার সংগঠনগুলো। সেই সঙ্গে তদন্ত কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে ধর্ষিতার পরিধেয় কাপড়-চোপড়ে লেগে থাকা আলামতসহ ধর্ষকের ডিএনএ টেস্টে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শুভ্র সাহা জানান, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি জসিমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। ধর্ষিতা শিশুর মেডিক্যাল রিপোর্ট পাওয়া গেছে। তবে তাতে ধর্ষণের কোন আলামত পাওয়ার কথা নেই। কিন্তু ওই শিশুকে ধর্ষণ সংক্রান্তে প্রত্যক্ষদর্শীসহ যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে। তাই ঘটনার পরপরই জব্দ করা ধর্ষিতার পরিধেয় কাপড়-চোপড়, পায়জামা ও সালোয়ার-কামিজে লেগে থাকা আলামতসহ আসামি জসিমের ডিএনএ টেস্টের জন্য আদালতে আবেদন করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র নিহত নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৮ অক্টোবর ॥ শনিবার সকালে তেঘরিয়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে হুমায়ুন মিয়া নামে এক ছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় আইডিয়াল হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। হুমায়ুন সকালে গরু খুঁজতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।
×