ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

প্রকাশিত: ০৪:৪৪, ২৯ অক্টোবর ২০১৭

বগুড়ায় ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার সকালে বগুড়া- ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় বেলাল হোসেন (৪০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। শাজাহানপুর থানা পুলিশ জানায়, বেলাল হোসেন বগুড়ার শেরপুর থানায় কর্মরত ছিলেন। সকাল ৯ টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে শহর থেকে শেরপুর ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে। দৌলতপুরে শিশু নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ইমরান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইমরান একই এলাকার প্রবাসী খাইরুল ইসলামের ছেলে। সে গোয়ালগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শিশু ইমরান বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে স্কুলে যাওয়ার সময় ৩ আরোহীসহ দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। লক্ষ্মীপুরে আহত শিক্ষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক খোরশেদ আলমের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দক্ষিণ চর কালকিনি হাজী ইসহাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শুক্রবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়ার বেড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মালবাহী পিকআপভ্যান ধাক্কা দিলে তিনি আহত হন। বেড়ায় অগ্নিকা-ে ৮ দোকান ছাই সংবাদদাতা, বেড়া, পাবনা, ২৮ অক্টোবর ॥ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে উপজেলার নাকালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ১২টার দিকে নাকালিয়া বাজারের একটি ব্যাটারির (চার্জার) দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে বিদ্যুতের তার পুড়ে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি কম্পিউটার সেন্টারসহ সাতটি মুদির দোকানে। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৮টি দোকান পুড়ে যায়। বেড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
×