ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিযোগ করায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা

প্রকাশিত: ০৪:৪২, ২৯ অক্টোবর ২০১৭

অভিযোগ করায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিদেশে অর্থ পাচার, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, দলীয় নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, মাদক ও অস্ত্র ব্যবসাসহ ১১টি অভিযোগ এনে জেলার উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। বর্তমানে অভিযোগগুলোর তদন্ত চলছে। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে প্রকাশ্যে অভিযোগকারীর ওপর হামলা চালানো হয়েছে। উপজেলা ডাকবাংলোর সামনে বসে উপজেলা চেয়ারম্যানের সহযোগী সদ্য আওয়ামী লীগের যোগদানকারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন হামলার শিকার আওয়ামী লীগ নেতা মোঃ মঞ্জু খান। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের দুইগ্রুপের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বল্প সময়ের মধ্যে মঞ্জু খান ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকলে পরিস্থিতি উত্যপ্ত হয়ে ওঠে। এ সময় স্থানীয় ডাকবাংলোতে দলীয় জরুরী সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। তিনি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক থানার ওসিকে অবহিত করেন। পরবর্তীতে থানার ওসির নেতৃত্বে ডাকবাংলো চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। আওয়ামী লীগ নেতা মোঃ মঞ্জু খান অভিযোগ করেন, শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবালের সহযোগী ছাত্রদল থেকে সদ্য আওয়ামী লীগের যোগদান করা কামাল হোসেন, ফিরোজ ও ইকবাল বালীর নেতৃত্বে তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে ডাকবাংলোর সামনে বসে তার ওপর হামলা চালায়।
×