ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মায় জেলের জালে ৫৫ কেজির বাঘা আইড়

প্রকাশিত: ০৪:৪২, ২৯ অক্টোবর ২০১৭

পদ্মায় জেলের জালে ৫৫ কেজির বাঘা আইড়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মায় ৫৫ কেজির বাঘা আইড়! বিশাল আইড় মাছটি লৌহজং উপজেলার শিমুলিয়ার কাছে পদ্মায় জালে আটকা পড়ে। স্থানীয় জেলে মজনু মিয়ার জালে এই আইড় আটকপড়ায় মুহূর্তেই অর্ধলাখের মালিক সে। শনিবার ভোরে এই আইড় আটকা পড়ে। তাজাই আইড়টি সকালে নিয়ে আসে মাওয়া মৎস্য আড়তে। এটির ডাক ওঠে ৫০ হাজার টাকায়। সর্বোচ্চ দরে এটি কিনে নেন ঢাকার কাওরানবাজারের এক মাছ ব্যবসায়ী। বিশাল এই আইড় মাছ শিকারী মজনু মিয়া জানান, ইদানীং পদ্মায় এমন বড় বড় বাঘা আইড় ধরা পড়ছে। গত কয়েক বছর এমন বড় মাছ তেমন এখানে পাওয়া যেত না। তবে ইদানীং বেশ মাছ মিলছে এখানে। আনন্দে উদ্বেল মজনু জানান, তার জীবনে সেরা শিকার এই আইড়। বহুদিন ধরে তিনি স্বপ্ন দেখছিলেন বড় একটি মাছ যদি তার জালে আসে! তবে বহু মাছ শিকার করেছেন। এমন বড় আইড় এর আগে তার জালে ধরা পড়েনি। মুন্সীগঞ্জ জেলা মৎস্য অফিসার ড. আইয়ুব আলী শনিবার সন্ধ্যায় জানান, গত ২২ দিন মা ইলিশ নিধন বন্ধে নদীতে আড়াআড়ি জাল পাতা বন্ধ রাখার ফলে এমন বহু মাছ দক্ষিণ থেকে নানা দিকে ছড়িয়ে পড়েছে। এটি একটি বড় অর্জন। তিনি বলেন, রংপুরের চিলমারী পর্যন্ত ইলিশ পৌঁছে গেছে। ইলিশের সঙ্গে নানা ধরনের মাছ ছড়িয়ে পড়েছে। এতে বংশ বিস্তার বাড়বে। তিনি বলেন, নদীতে আড়াআড়ি জাল পেতে রাখার কারণে মাছগুলো ভেতরের নদীগুলোতে তেমন প্রবেশ করতে পারত না, বাধাগ্রস্ত হত। এবার এই জাল বন্ধ করা সম্ভব হয়েছে বলেই মাওয়ার কাছে এরকম বড় বড় বাঘা আইড় ও পাঙ্গাসসহ হরেক রকম মাছ ধরা পড়ছে।
×