ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুলদীপের শ্রদ্ধা

প্রকাশিত: ০৪:৪১, ২৯ অক্টোবর ২০১৭

কুলদীপের শ্রদ্ধা

স্পোর্টস রিপোর্টার ॥ কুলদীপ যাদব। ভারতের নতুন স্পিন সেনসেশন। সেই শ্রীলঙ্কা সফর থেকে ঘরের মটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে দুই তারকার অনুপস্থিতি বুঝতেই দেননি কুলদীপ আর যুবেন্দ্র চাহাল। বাঁহাতি চায়নাম্যান কুলদীপকে অনেকেই অশ্বিনের বিকল্প বলে ভাবতে শুরু করেছেন। তবে ২২ বছর বয়সী কিছুতেই সেটি মানতে চান না, ‘আমি অত দূর ভাবছি না। ভারতের হয়ে তিন ফরমেটেই ধারাবাহিক পারফর্মার অশ্বিন এবং জাদেজা। তাদের বিকল্প হয়ে ওঠা অনেক বড় ব্যাপার। এটা নিয়ে কোন প্রশ্নই থাকতে পারে না। আমরা এখনও ছোট। আমাদের অনেক দূর যেতে হবে।’ সংবাদ মাধ্যমকে বলেন আলোচিত কুলদীপ। বর্তমানে ভারতের দুই প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দিয়ে তাদের জায়গায় খেলানো হচ্ছে কুলদীপ ও যুবেন্দ্র চাহালকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে দুই রিস্ট স্পিনারকে রাখার কৌশল দারুণ সফল হয়েছে। একদিনের সিরিজ ৪-১ ব্যবধানে জয়ের ক্ষেত্রে এই দুই স্পিনারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের দাপট দেখা গেছে টি২০ সিরিজের প্রথম ম্যাচেও। খোদ অধিনায়ক বিরাট কোহলি তাদের প্রশংসায় পঞ্চমুখ।
×