ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাদীকে হুমকি

হত্যাকারীকে দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪০, ২৯ অক্টোবর ২০১৭

হত্যাকারীকে দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার কচুয়া গ্রামের কৃষক আবদুস সাত্তার হত্যা মামলার আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা বাদীর পরিবারের সদস্যদের মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবারের লোকজন। আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বাদীর পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি জানানো হয়। গত ২৩ আগস্ট হামলার শিকার হন আবদুস সাত্তার। ২৪ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে আজমীর হোসেন রানা বাদী হয়ে কোতোয়ালি থানায় ১০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার আসামির অনেকে জামিনে মুক্তি পেয়েছে। আসামিরা মামলা তুলে নেয়ার জন্য বাদীর পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সদস্য ইকবাল কবীর জাহিদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাবুল, জাতীয় কৃষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবমৈত্রী নেতা মঞ্জুরুল আলম, কবির শিকদার প্রমুখ। উত্তরা গণভবনের গাছ কাটায় মামলা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮ অক্টোবর ॥ অবশেষে উত্তরা গণভবনের শত বছরের ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় ঠিকাদার সোহেল ফয়সালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে জেলা প্রশাসনের সহকারী নাজির মমতাজ আলী বাদী হয়ে ঠিকাদার সোহেল ফয়সালকে অভিযুক্ত করে সদর থানায় মামলাটি দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান মামলার এজাহার সূত্রে জানান, গণভবনের ভেতরে শত বছরের ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান ও গণপূর্তের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ঠিকাদার সোহেল ফয়সাল টেন্ডারের অতিরিক্ত ১০৯২ ঘনফুট কাঠ ও ১৪২ ঘনফুট গাছের ডালপালা কেটে নেয়। যা তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়া যায়। তদন্ত কমিটির প্রতিবেদনে সেই তথ্য পাওয়ার পর প্রতিবেদনটি উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে জেলা প্রশাসন।
×