ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাভানির জাদুতে পিএসজির জয়

প্রকাশিত: ০৪:৩৯, ২৯ অক্টোবর ২০১৭

কাভানির জাদুতে পিএসজির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার নেইমারকে ছাড়াও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। নিজেদের মাঠে এদিন উনাই এমেরির দল ৩-০ গোলে পরাজিত করেছে শক্তিশালী নিসকে। এই জয়ের নায়ক অবশ্য এডিনসন কাভানি। একাই দুই গোল করেন তিনি। আর উরুগুইয়ান স্ট্রাইকারের জোড়া গোলের যোগানদাতা এ্যাঞ্জেল ডি মারিয়া। নিসের বিপক্ষে এই জয়ের ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও সুসংহত করলো পিএসজি। বয়সে ত্রিশকেও ছাড়িয়ে গেছেন এডিনসন কাভানি। তারপরও উড়ছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। চলতি মৌসুমে যেন যৌবনে ফিরেছেন তিনি। প্রতিপক্ষের জালে গোল করাটাকে একেবারে নিয়মিত রীতিতে পরিণত করে ফেলেছেন কাভানি। নিসের বিপক্ষেও বুঝালেন তার দাম। লালকার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়ে দলের সেরা তারকা নেইমার যখন দর্শকের ভূমিকায় তখনই জোড়া গোল করে কাভানি নিজের জাত চেনালেন আলাদা করে। তার সঙ্গে যোগ হয় আত্মঘাতী গোল। আর তাতেই ফ্রেঞ্চ লীগ ওয়ানে নিসের বিপক্ষে ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। গত মৌসুমে শিরোপা জিততে পারেনি পিএসজি। তাই শিরোপা পুনরদ্ধারে এবার মরিয়া তারা। কিন্তু গত রবিবার মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে লালকার্ড পাওয়ায় এদিন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ছাড়াই দল সাজাতে হয় উনাই এমেরিকে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়াও পিএসজি দুর্বার। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটে ডি-বক্সের বাঁদিক থেকে এ্যাঞ্জেল ডি মারিয়ার বাঁকানো ফ্রি-কিকে দুরূহ কোণ থেকে ডাইভিং হেডে বল জালে পাঠান কাভানি। ৩১ মিনিটে আবারও কাভানির ঝলক। দারুণ নৈপুণ্যে গোল ব্যবধান দ্বিগুণ করেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। এ গোলেরও যোগানদাতা ডি মারিয়া। তার উঁচু করে বাড়ানো বলে প্রথম ছোঁয়ায় এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলমুখে ছুটে গিয়ে দ্বিতীয় টোকায় বল জালে ঠেলে দেন কাভানি। চলতি মৌসুমে ফরাসী লীগে এটা কাভানির ১১তম গোল। তারচেয়ে দুই গোল বেশি করে ফ্রেঞ্চ লীগে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের। সবধরনের প্রতিযোগিতায় ২০১৭-১৮ মৌসুমে কাভানির এটা ১৫তম গোল। এই গোল করে পিএসজির ইতিহাসেও স্থান করে নেন তিনি। কেননা ফ্রেঞ্চ লীগে এটি ছিল পিএসজির ২,৫০০তম গোল। আর দ্বিতীয়টি ছিল ফরাসী লীগে ৯৯তম গোল। অর্থাৎ আর একটিবার প্রতিপক্ষের জাল খুঁজে পেলেই গোলের সেঞ্চুরি করবেন এডিনসন কাভানি। নিসের বিপক্ষে ম্যাচের বয়স যখন ৫২ মিনিট তখন নিজেদের ভুলে তৃতীয় গোল খায় অতিথিরা। বাইলাইনের কাছ থেকে ছয় গজ বক্সে বাড়ানো কাভানির হেড কাজে লাগাতে ছুটে গিয়েছিলেন ডি মারিয়া ও দানি আলভেজ। কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তের পায়ে লেগেই বল জালে ঢুকে যায়। এর ফলে তিন গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে এমেরির শিষ্যরা। এই জয়ের ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শীর্ষস্থানটা আরও মজবুত করলো উনাই এমেরির শিষ্যরা। ১১ ম্যাচ থেকে ৯ জয় ও ২ ড্রয়ে পিএসজির দখলে এখন ২৯ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা মোনাকোর সংগ্রহে ২২ পয়েন্ট। অবস্থান দুইয়ে। অন্যদিকে লীগ টেবিলের ১৪ নাম্বারে অবস্থান নিসের। মৌসুমের প্রথম ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহে মাত্র ১০ পয়েন্ট। তবে নিসের বিপক্ষে দারুণ এই জয়ের পর সন্তুষ্ট পিএসজি। বিশেষ করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা কাভানির প্রশংসায় পঞ্চমুখ। এ প্রসঙ্গে ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমাদের দলের অপরিহার্য সদস্য কাভানি। দলের জন্য দারুণ প্রচেষ্টা তার। নিসের বিপক্ষে ম্যাচেও দেখেন না। একাই দুই গোল করেছে সে। বিশেষ করে ম্যাচের প্রথমার্ধেই দুইবার দলকে এগিয়ে দেয় সে। এটাই ম্যাচের পুরো চিত্র বদলে দেয়। দলের জন্য এটাই ছিল খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি এডির মতো খেলোয়াড়দের এমন পারফর্মেন্স সবসময়ই করে যাওয়া উচিত।’ পিএসজির পরের ম্যাচও নিজেদের ঘরের মাঠে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেই ম্যাচের প্রতিপক্ষ আন্ডারলেখট। চ্যাম্পিয়ন্স লীগের ‘বি’ গ্রপে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে নেইমার-কাভানি-এমবাপেরা। সেই ম্যাচেও তাই জয়ের বিকল্প কিছু ভাবছে না উনাই এমেরির শিষ্যরা।
×