ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুব গেমস

লোগো ও মাসকট উন্মোচন আজ

প্রকাশিত: ০৪:৩৯, ২৯ অক্টোবর ২০১৭

লোগো ও মাসকট উন্মোচন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) আয়োজনে বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুব গেমস। আজ গেমসের লোগো ও মাসকট উন্মোচন করা হবে। দেশে প্রথমবারের মতো বাংলাদেশ যুব গেমস প্রবর্তনে সারাদেশে সাড়া ফেলতে ব্যাপক প্রচারণামূলক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন। আজ সন্ধ্যা ৭টায় কুর্মিটোলা গলফ ক্লাবে গেমসটির লোগো ও মাসকট উন্মোচন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি। লোগো উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ যুব গেমসের প্রচারণামূলক অনুষ্ঠান। প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশ থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে প্রতিটি ক্রীড়ায় ভবিষ্যতের জাতীয় যুব দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ যুব গেমস আয়োজনের উদ্যোগ নিয়েছে বিওএ। তৃনমূল পর্যায়ের ক্রীড়া সংগঠকদের বড় পরিসরের প্রতিযোগিতা আয়োজনে অভিজ্ঞ করে তুলতে এবং ক্রীড়া ফেডারেশনসমূহের ট্যালেন্টহান্ট কর্মসূচীকে এগিয়ে নিতে বাংলাদেশ যুব গেমস সহায়ক ভূমিকা রাখবে। অনুর্ধ-১৭ বছরের ক্রীড়াবিদদের জন্য এই আসরে থাকছে ২১টি ডিসিপ্লিন। ডিসিপ্লিনগুলো হচ্ছে ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, কাবাডি, হ্যান্ডবল, এ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, শূটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, কারাতে, তায়কোয়ানদো, কুস্তি, জুডো, উশু, ভারোত্তোলন, বক্সিং, আরচ্যারি ও দাবা। জেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়ে পরবর্তীতে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ যুব গেমস সম্পন্ন হবে। আগামী ১৮ ডিসেম্বর একযোগে ৬৪টি জেলায় উদ্বোধন হবে ৭ দিনব্যাপী জেলা পর্যায়ের বাংলাদেশ যুব গেমস। ৬ জানুয়ারি থেকে দেশের সবক’টি বিভাগে একযোগে ১০ দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের বাংলাদেশ যুব গেমস শুরু হবে। আগামী ৯ মার্চে গড়াবে জাতীয় পর্যায়ের বাংলাদেশ যুব গেমস। যুব সমাজকে মাঠমুখী করতে ব্যাপকভিত্তিক বাংলাদেশ যুব গেমস আয়োজনে উপজেলা পর্যায় থেকে প্রস্তুতি শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ের বাংলাদেশ যুব গেমস পরিচালনা করবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। জেলা, বিভাগ এবং জাতীয়Ñ প্রতিটি ধাপে সেরাদের নিয়ে দল গঠন করবে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন। প্রতিটি পর্যায়ে অংশগ্রহণ ও প্রস্তুতির জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করছে বিওএ। জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে প্রস্তুতি ও প্রতিযোগিতা চলাকালে ক্রীড়াবিদদের আহার, বাসস্থান ও অন্যান্য সুযোগ-সুবিধাদি বিওএ নিশ্চিত করবে। প্রতিটি পর্যায়ে সেরা তিনজন ক্রীড়াবিদকে প্রণোদনা এবং বিওএ’র প্রশংসাপত্র দেয়া হবে। দলগত পর্যায়ে সেরা দুই দলকেও একই পুরস্কার দেয়া হবে। আগামী ১৮ ডিসেম্বর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পর্যায়ের বাংলাদেশ যুব গেমস অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের মার্চে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হবে আকর্ষণীয়।
×