ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টিকেট বিক্রি শুরু ৩১ অক্টোবর

প্রকাশিত: ০৪:৩৯, ২৯ অক্টোবর ২০১৭

টিকেট বিক্রি শুরু ৩১ অক্টোবর

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) টিকেট বিক্রি ৩১ অক্টোবর থেকে শুরু হবে। যেহেতু সিলেটে বিপিএলের প্রথমপর্বের খেলা হবে, সিলেট থেকেই এবার বিপিএল শুরু হবে; তাই সিলেটেই টিকেট বিক্রি আগে শুরু হবে। সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস ম্যাচের মধ্য দিয়ে আগামী ৪ নবেম্বর থেকে পর্দা উঠবে এবারের বিপিএলের পঞ্চম আসরের। এ আসরের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন টিকেটের মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা। বরাবরের মতো এবারও টিকেট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এবারের আসরের উদ্বোধনী ম্যাচসহ শুরুর দিকে খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত হবে। তাই এ ম্যাচগুলোর টিকেট পাওয়া যাবে শুধু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিলেট শাখায়। ঢাকায় শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেট ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে স্থাপন করা হবে টিকেট বিক্রয় কেন্দ্র। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশদ্বারের সামনে ও এমএম আজিজ স্টেডিয়ামের নিকটে টিকেট বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া অনলাইনে সহজ ডট কম ও গ্যাজেট বাংলা ডট কম টিকেট বিক্রি করবে। সূর্যমুখী ডট কম ডট বিডিতেও টিকেট মিলবে। শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকেটের মূল্য সর্বোচ্চ ২০০০ টাকা ও সর্বনি¤œ ২০০ টাকা। গ্র্যান্ডস্ট্যান্ডের টিকেট ২০০০ টাকা, ক্লাব হাউসের (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড) টিকেট মূল্য ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য ৫০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ৩০০ টাকা ও সাউদার্ন স্ট্যান্ড (শেড) ৩০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ২০০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকেটের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যও একই গ্র্যান্ডস্ট্যান্ড ২০০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, গ্রিন হিল এরিয়া ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা মূল্য রাখা হয়েছে। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকেটের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যও একই। গ্র্যান্ডস্ট্যান্ড ২০০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা মূল্য ধরা হয়েছে। বিপিএলের পঞ্চম আসর শুরু হবে ৪ নবেম্বর। শেষ হবে ১২ ডিসেম্বর। সিলেটে প্রথমপর্ব, চট্টগ্রামে তৃতীয়পর্ব, ঢাকায় দ্বিতীয় ও চতুর্থপর্ব এবং কোয়ালিফায়ার, এলিমিনেটর, ফাইনাল ম্যাচগুলো হবে। সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের টিকেটের মূল্য তালিকা ঃ ১। গ্র্যান্ডস্ট্যান্ড- ২০০০ টাকা ২। ক্লাব হাউস (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড)-৫০০ টাকা ৩। ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা ৪। নর্দার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা ৫। সাউদার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা ৬। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা সিলেট স্টেডিয়ামের টিকেটের মূল্যতালিকা ঃ ১। গ্র্যান্ডস্ট্যান্ড- ২০০০ টাকা ২। ক্লাব হাউস- ৫০০ টাকা ৩। গ্রিন হিল এরিয়া- ৪০০ টাকা ৪। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা ৫। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকেটের মূল্য তালিকা ঃ ১। গ্র্যান্ডস্ট্যান্ড- ২০০০ টাকা ২। ক্লাব হাউস- ৫০০ টাকা ৩। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা ৪। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
×