ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী এখন বিশ্বের অন্যতম নেতা ॥ চীফ হুইপ

প্রকাশিত: ০৪:৩৮, ২৯ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রী এখন বিশ্বের অন্যতম নেতা ॥ চীফ হুইপ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ অক্টোবর ॥ বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম নেতা হিসেবে মূল্যায়িত হচ্ছেন। বিশ্ববাসী অবাক হয়ে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অবলোকন করছেন। ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা ‘মাদার অব হিউম্যানিটি’ মানবতার মা উপাধিতে ভূষিত হয়েছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব বিশ্ববাসীর কাছে প্রসংশিত হয়েছে। সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তাব পাস করা হয়েছে। রোহিঙ্গাদের বিষয়ে রাশিয়া, চীন ও ভারতের মনোভাবও পরিবর্তন হয়েছে। পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের স্বাধীনতাবিরোধিরা একজোট হয়ে চট্টগ্রামের তিনটি পার্বত্য জেলা ও আরাকান নিয়ে মুসলিম স্টেট করার পাঁয়তারা করছে। ’৭১-এর পরাজিত এ স্বাধীনতাবিরোধীরা দেশের সর্বত্রই ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র থেকে শেখ হাসিনাকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে। শনিবার বাউফল উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সভা ও সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান বিষয়ক এক সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি এসব কথা বলেন। আরও বক্তব্য রাখেনÑ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আলমগীর, আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রায়হান শাকিব, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট শাহিন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার প্রমুখ।
×