ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাহিম আশরাফের হ্যাটট্রিক রহস্য

প্রকাশিত: ০৪:৩৮, ২৯ অক্টোবর ২০১৭

ফাহিম আশরাফের হ্যাটট্রিক রহস্য

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম পাকিস্তানী বোলার হিসেবে টি২০ ক্রিকেটে হ্যাটট্রিকের অনন্য রেকর্ড গড়েছেন ফাহিম আশরাফ। আবুধাবীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে এ কীর্তি গড়েন তরুণ ডানহাতি পেসার। লো-স্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত ২ উইকেটের নাটকীয় জয়ে সিরিজ নিশ্চিত করে সরফরাজ আহমেদের দল। সব ছাপিয়ে আলোচনায় উঠে আসা আশরাফ বলেন, ‘এ অর্জনের জন্য প্রথমেই আমি আমার বাবা-মাকে স্মরণ করছি। তাদের জন্যই আজ আমি পাকিস্তান দলে খেলছি। দুই উইকেট পাওয়ার পর শাদাব খান এসে বলল, কোন রকম চাপ না নিয়ে আমি যেন লাইন-লেন্থ ঠিক রেখে জায়গা মতো বল করি। তাতেই সফল হয়েছি। ওকে ধন্যবাদ। প্রথম পাকিস্তানী হিসেবে টি২০তে হ্যাটট্রিক করে আমি আসলেই খুশি।’ ১৯তম ওভারে শুরু ফাহিমের তা ব। চতুর্থ বলে প্রথম শিকার হন ইশুরু উদানা। ব্যক্তিগত ৬ রানে হাসান আলির তালুবন্দী হন তিনি। পরের বলে ফেরান উদায়াতকে। রানের খাতা খোলার আগে বাবর আযমের হাতে তালুবন্দী হন তিনি। আর কীর্তি গড়ার মুহূর্তটি আসে ওভারের শেষ বলে। ক্রিজে থাকা দাশুন শানাকাকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টি২০তে ২৩ বছর বয়সী ফাহিমের বোলিং ৩-০-১৬-৩! কোন পাকিস্তানীর প্রথম হ্যাটট্রিক। টি-২০তে হ্যাটট্রিকের তালিকা বোলার দেশ প্রতিপক্ষ সাল ফাহিম পাকিস্তান শ্রীলঙ্কা ২০১৭ মালিঙ্গা শ্রীলঙ্কা বাংলাদেশ ২০১৭ পেরারা শ্রীলঙ্কা ভারত ২০১৬ সাউদি নিউজিল্যান্ড পাকিস্তান ২০১০ ওরাম নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ২০০৯ ব্রট লি অস্ট্রেলিয়া বাংলাদেশ ২০০৭
×