ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুইস ইনডোরের সেমিতে ফেদেরার

প্রকাশিত: ০৪:৩৭, ২৯ অক্টোবর ২০১৭

সুইস ইনডোরের সেমিতে ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে রজার ফেদেরারের। সুইজারল্যান্ডের বাসেল ওপেনেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি। শুক্রবার প্রথম সেটে পরাজিত হয়েও শেষ পর্যন্ত বাসেল ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেন রজার ফেদেরার। ফ্রান্সের সপ্তম বাছাই আদ্রিয়ান মানারিনোর বিপক্ষে প্রথম সেটে ৪-৬ গেমে পরাজিত হলেও পরের দুই সেট ৬-১, ৬-৩ গেমে জয়ী হয়ে ১৪ বারের মতো সুইস ইনডোরের সেমিফাইনালে উঠেছেন ফেদেরার। আদ্রিয়ান এর আগে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ফেদেরারের বিপক্ষে চারটি পরাজিত ম্যাচে টানা ১০টি সেটে হেরেছেন। কিন্তু তার কাছেই প্রথম সেটে পরাজিত হয়ে স্বাগতিক দর্শকদের হতাশ করে তুলেছিলেন সুইস সুপারস্টার। প্রথম সেটে ব্রেক পয়েন্ট জয়ের মাধ্যমে ৫-৪ গেমে এগিয়ে গিয়ে দ্রুতই সেটটি নিজের করে নেন ফরাসী তারকা। কিন্তু প্রথম দুই ম্যাচে মাত্র আটটি গেমে পরাজিত ফেদেরার আর পিছনে ফিরে তাকাননি। পরের দুই সেটেই দুটি করে সার্ভিস ব্রেক করে আদ্রিয়ানকে দাঁড়াতেই দেননি তিনি। এমন জয়ে দারুণ উচ্ছ্বাসিত বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। ম্যাচ শেষে ৩৬ বছর বয়সী ফেদেরার নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘যেহেতু এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি সেটও হারেনি সে কারণেই প্রথম সেটের পরে সবাই হতাশ হয়ে পড়েছিল। কিন্তু টেনিসে প্রতিটিদিনই ভিন্ন। ম্যাচের শুরুটা সবসময়ই কঠিন।
×