ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৭, ২৯ অক্টোবর ২০১৭

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ হংকংয়ে চলমান ‘সিক্স এ সাইড’ ক্রিকেট টুর্নামেন্ট হংকং ওয়ার্ল্ড সিক্সেস আসরে একদিনে দুটি জয় পেয়েছে বাংলাদেশ দল। সাইফ হাসানের নেতৃত্বে খেলা দলটি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। তবে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। শনিবার ‘বি’ গ্রুপে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ রানে ও তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয়। তবে কাওলুন ক্রিকেট ক্লাব মাঠে একইদিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৩ উইকেটে হারে। ‘বি’ গ্রুপে ৩ ম্যাচ খেলে সমান ২ জয় ও ১ পরাজয়ে ৪ পয়েন্ট হলেও রানরেটে নিউজিল্যান্ড আছে শীর্ষে, বাংলাদেশ দল আছে দ্বিতীয় স্থানে। এবারের সিক্স এ সাইড আসরে বাংলাদেশ দল সাইফ হাসানের নেতৃত্বে অংশ নিচ্ছে। তার সঙ্গে আরও আছেন আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, কাজী অনিক, রবিউল হক ও মনিরুল ইসলাম। শনিবার কাওলুন ক্রিকেট ক্লাব মাঠে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচ নিয়ম অনুসারে প্রতি ইনিংস ৫ ওভারের এবং প্রতি দলে ৬ জন করে খেলেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে ৪ উইকেটে ৯৩ রান তোলে বাংলাদেশ দল। অধিনায়ক সাইফ ১৫ বলে ৫ চার ও ৫ ছয়ে করেন ৫২, আফিফ ৯ বলে ২ চার ও ২ ছয়ে ২২ রান করেন। জবাবে ৩ উইকেটে ৮৬ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ভানুকা রাজাপাকসে ১৩ বলে ৩ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন। ৭ রানে জয় পায় বাংলাদেশ। ১টি করে উইকেট নেন সাইফ, আফিফ ও মনিরুল। দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৮২ রান করতে সক্ষম হয় বাংলাদেশ দল। মাহিদুল ৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২, আফিফ ১১ বলে ১ চার ও ২ ছয়ে ২১ রান করেন। জবাবে কিউইরা ৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে জয় ছিনিয়ে নেয়। ব্র্যাড কাচোপা ৬ বলে ৫ ছক্কায় ৩১ এবং শ্যানান স্টুয়ার্ট ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৯ রান করেন। অথচ প্রথম ওভারের শুরুর দুই বলেই দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ আফিফের অফস্পিনে। তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ৫ ওভারে ২ উইকেটে ৮৮ রান তোলে। আফিফ ১১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৪, মাহিদুল ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২২ রান করেন। জবাবে বিনা উইকেটে ৭৬ রান তুলেছিল অসিরা জন হ্যাস্টিংস ও নাথান রিয়ারডনের দারুণ ব্যাটিংয়ে। এরপরও ১ উইকেটে ৮২ রান তুলতে সক্ষম হয় তারা। হ্যাস্টিংস ১০ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩২ এবং রিয়ারডন ১১ বলে ২ চার ও ২ ছক্কায় ২৬ রান করেন। গ্রুপপর্ব শেষে উভয় গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। প্রথমদিনে দুই জয়ে সেমিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তিন ম্যাচেই জিতে শীর্ষে পাকিস্তান এবং ২ জয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা।
×