ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের বাংলাদেশ সমৃদ্ধির দ্বারপ্রান্তে উপনীত হয়েছে ॥ নির্মলা সীতারামন

প্রকাশিত: ০৪:২৮, ২৯ অক্টোবর ২০১৭

মুক্তিযুদ্ধের বাংলাদেশ  সমৃদ্ধির দ্বারপ্রান্তে উপনীত হয়েছে ॥  নির্মলা সীতারামন

‘বিশ্ববাসীর সঙ্গে আমরা প্রত্যক্ষ করছি যে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ সমৃদ্ধির দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের সঙ্গে বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার-কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মোহাম্মদ মুসা এবং নব প্রজন্ম মুক্তিযোদ্ধা সংগঠনের সভাপতি হাবিব-ই-আকবর দিল্লীর সাউথ ব্লকে সম্প্রতি তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা একটি মারাত্মক মানবিক বিপর্যয় সৃষ্টিকারী সমস্যা এবং বিশ্ব মানবজাতি মানবিক দৃষ্টিকোণ থেকে এর সমাধান দেখতে চায়। শ্রীমতী নির্মলা সীতারামন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা বীর বাঙালী জাতির রক্ষাকবচ।’ শ্রীমতী নির্মলা সীতারামনের প্রতি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধা ব্যক্ত করে মুসা বলেন, ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর শত-সহস্র বীর জওয়ান বাঙালী জাতির জন্য হাসিমুখে জীবন উৎসর্গ করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে, সঙ্কটে ও সন্ধিক্ষণে ভারত বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ও পরীক্ষিত বন্ধু। -বিজ্ঞপ্তি
×