ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮ প্রতিষ্ঠানের মালিককে দুদকে তলব

প্রকাশিত: ০৪:২৭, ২৯ অক্টোবর ২০১৭

৮ প্রতিষ্ঠানের মালিককে দুদকে তলব

স্টাফ রিপোর্টার ॥ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সিভিল এ্যাভিয়েশন থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ৮ প্রতিষ্ঠানের মালিককে নথিপত্রসহ তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি দেয়া চিঠিতে জিজ্ঞাসাবাদের জন্য নথিপত্রসহ তাদের আগামী ৫ ও ৬ নবেম্বর হাজির হতে বলা হয়েছে। দুদক পরিচালক মীর জয়নুল আবেদীল শিবলীর সই করা চিঠিতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে রেকর্ডপত্রসহ উল্লেখিত ব্যক্তিদের দুদকে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে। গত ২৬ অক্টোবর বিকেলে প্রতিষ্ঠানের মালিক বরাবর চিঠি পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে এ কথা নিশ্চিত করেছেন।
×