ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শহীদ আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান উৎসব

প্রকাশিত: ০৪:২৭, ২৯ অক্টোবর ২০১৭

শহীদ আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান উৎসব

শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাসে বিজ্ঞান ক্লাব ২ দিনব্যাপী বিজ্ঞান উৎসব-২০১৭ আয়োজন করা হয়। এই উৎসবের সমাপনী দিবসে শনিবার শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে গবেষকদের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণে ড. জাফর ইকবাল বলেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ও সম্ভাবনার বস্তু হচ্ছে মানুষের মস্তিষ্ক। বাংলাদেশের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় ৫ কোটি। তোমরা যদি সবাই মেধার যথাযথ চর্চা কর তা হলে পৃথিবীতে কেউ তোমাদের আটকাতে পারবে না। ঢাকা মহানগরীর সেরা ৩১টি স্কুল ও কলেজের প্রায় ১২০০ শিক্ষার্থী বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করে। উল্লেখ্য, ২৭ অক্টোবর ১ম সেশনে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আলমগীর হোসেন বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন। -বিজ্ঞপ্তি
×