ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসডিজি পূরণে বাংলাদেশ হবে বিশ্বে অনুকরণীয়॥ মোশাররফ

প্রকাশিত: ০৪:২৭, ২৯ অক্টোবর ২০১৭

এসডিজি পূরণে বাংলাদেশ হবে বিশ্বে অনুকরণীয়॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ ঘোষিত সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল ছিল। ঠিক তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণেও বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় হবে। শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটরিয়ামে বুয়েট এ্যালামনাই আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থপতি, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের ভূমিকা’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত শক্তি, নিরাপদ পানি ও স্যানিটেশন, দক্ষতা উন্নয়ন, খাদ্য উৎপাদন, নিরাপদ বাসস্থান নিশ্চিতকরণের মতো বিষয়সমূহ রূপকল্প-২০২১ ও ২০৪১ সালের সঙ্গে সম্পর্কিত। টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে আমরা উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাব। মূলত এ সকল লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ হলো সম্পদের অপ্রতুলতা। সীমিত সম্পদের ব্যবহার করে এ টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। খন্দকার মোশাররফ বলেন, এসডিজির লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সরকার সকল পর্যায়ে উন্নয়ন কর্মকা- প্রণয়ন ও বাস্তবায়ন করছে। দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, নিরাপদ আবাসন, টেকসই অবকাঠামো নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহ কাজ করছে। প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোন উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে আপনারা টেকসই ব্যবস্থার কথা মাথায় রাখবেন। তিনি বলেন, আমরা বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে অনেক দূর এগিয়েছি। বাংলাদেশে বর্তমানে শতকরা ৮৭ ভাগ লোক বিশুদ্ধ পানির আওতায় এসেছে, উন্মুক্ত স্থানে মলমূত্রত্যাগ শতকরা এক ভাগের নিচে নেমে এসেছে, এ অর্জন ধরে রাখতে হবে। এর আগে স্বাগত বক্তব্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এসডিজির গুরুত্ব অনুধাবন করে কাজ করতে নীতিনির্ধারণী পর্যায়ের সকলকে অনুরোধ জানান। মুখ্যপ্রবন্ধ উপস্থাপক অধ্যাপক আইনুন নিশাত এমডিজি অর্জনের অভিজ্ঞতার আলোকে এসডিজি অর্জনে কীভাবে বাংলাদেশ সফল হতে পারে, তা তুলে ধরেন। প্রবন্ধে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার, অধিক খাদ্য উৎপাদনের ফলে পরিবেশগত ঝুঁকি, পানিসম্পদ ব্যবস্থানা প্রভৃতি বিষয়ে তিনি আলোকপাত করেন। এছাড়া উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে সকলের জন্য সমতাভিত্তিক উন্নয়নের বিষয়কে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
×