ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জড়িতদের শনাক্তে রাবি প্রশাসনের কমিটি গঠন

প্রকাশিত: ০৪:২৪, ২৯ অক্টোবর ২০১৭

জড়িতদের শনাক্তে রাবি প্রশাসনের কমিটি গঠন

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলতি শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় সাম্প্রদায়িক প্রশ্ন অন্তর্ভুক্তির ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক প্রশ্ন দুটি কীভাবে এবং কেন করা হয়েছিল তা তদন্ত করার জন্যই মূলত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মোঃ শহীদুল্লাহ, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বকর মোঃ ইসমাইল এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম। রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, রবিবার থেকে আমাদের তদন্ত কাজ শুরু হবে। তদন্তের জন্য আমাদেরকে ১৫ দিন সময় দেয়া হয়েছে। এমন বিতর্কিত প্রশ্ন কারা করল এবং তাদের উদ্দেশ্য কি ছিল তা এই কমিটি তদন্ত করবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ করা সম্ভব হবে। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় দুইটি প্রশ্নে সাম্প্রদায়িকতার অভিযোগ ওঠে। প্রশ্ন দুটি ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? এবং মুসলমান রোহিঙ্গাদের উপর মিয়েনমারের সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা সশস্ত্র হামলা চালায় কত তারিখে? এ ঘটনায় সাম্প্রদায়িকতার অভিযোগ এনে প্রশ্নকারী শিক্ষকদের শাস্তি দাবি করে আসছে বিভিন্ন সংগঠন এবং চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
×