ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন বানচালের উছিলা তৈরিতে খালেদা ষড়যন্ত্র করছেন ॥ ইনু

প্রকাশিত: ০৪:২৩, ২৯ অক্টোবর ২০১৭

নির্বাচন বানচালের  উছিলা তৈরিতে খালেদা ষড়যন্ত্র করছেন ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আদালতে চোখের জল খালেদাকে গণতন্ত্রে হালাল করে না। চোখের পানিতে খালেদার সব অপরাধ মাফ হয়ে যায় না। ওনার গা থেকে আগুনযুদ্ধে পুড়িয়ে মারা মানুষের গন্ধ দূর হয় না। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত জাসদের এক কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইনু। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন। ইনু বলেন, খালেদা আদালতে কান্নাকাটি না করলে জিয়ার অবৈধ ক্ষমতা দখল, সামরিক শাসন, খুন, রাজাকার পুনর্বাসন হালাল হয় না। তিনি বলেন, খালেদা জিয়া ভুল স্বীকার করেননি, তওবা পড়েননি, জনগণের কাছে মাফ চাননি। বরং তার আর জিয়ার সকল অপকর্মের সাফাই গেয়েই যাচ্ছেন। তাই মানুষ আর খালেদাকে কোনদিন গ্রহণ করবে না। তিনি বলেন, গোটা দুনিয়া বলার পরও খালেদা জিয়ার হেদায়েত হয়নি। খালেদা জিয়া জঙ্গী আর যুদ্ধাপরাধীর সঙ্গে হাত মিলিয়েই চলছেন। ইনু বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের বিরুদ্ধপথ, মুক্তিযুদ্ধের বিরুদ্ধেপথ, বাংলাদেশের বিরুদ্ধ পথেই হাঁটছেন। নির্বাচন খালেদা জিয়ার আসল উদ্দেশ্য নয়। উনি নির্বাচন বানচালের উছিলা তৈরি করছেন, ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এখন জাতির প্রধান চ্যালেঞ্জ। নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ৩১ অক্টোবর জাসদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর জাসদ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় ইনু আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়া আবারও নানামুখী ষড়যন্ত্র করবেন। আমাদের সবার সজাগ থাকতে হবে ষড়যন্ত্র মোকাবেলার। তাদের কোনভাবেই সফল হতে দেয়া যাবে না। খালেদা জিয়া সফল হওয়া মানেই জঙ্গী ও দেশবিরোধী গোষ্ঠীর সফলতা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে ইনু বলেন, ঐক্য অপশক্তি রুখতে পারে। তাই আমাদের সকলের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না করতে পারলে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীকেও মোবাবেলা করা যাবে না। কারণ, সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে ওঁৎ পেতে আছে। সুযোগ পেলেই তারা ছোবল দেবে। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, শ্রমিক নেতা কাজী সিদ্দিকুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সামছুল ইসলাম সুমন।
×