ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রেকর্ড দামের ঘড়ি

প্রকাশিত: ০৪:২২, ২৯ অক্টোবর ২০১৭

রেকর্ড দামের ঘড়ি

ঘড়িটি ছিল হলিউডের প্রয়াত অভিনেতা পল নিউম্যানের। রোলেক্স ঘড়ি। নিউইয়র্র্কে অনুষ্ঠিত এক নিলামে ঘড়িটি রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। পল নিউম্যানের স্ত্রী জোয়ান উডওয়ার্ড তাকে এই ঘড়িটি উপহার দেন। তারা যখন একসঙ্গে উইনিং ছবিটি করছিলেন তখন এই ঘড়িটি তাকে উপহার দেয়া হয়। নিউম্যান ৮৩ বছর বয়সে ২০০৮ সালে মারা যান। কার রেসিং এর শখ ছিল তার। এ সময় তিনি এই ঘড়িটি পড়তেন। স্টেইনলেস স্টিলের তৈরি এই ঘড়িটি একজন ক্রেতা টেলিফোনে এক কোটি ৮০ লাখ ডলার দামে কিনে নেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। কিন্তু নিলামে তোলার আগে ধারণা করা হয়েছিল যে ঘড়িটি হয়তো এক কোটি ডলারে বিক্রি হতে পারে। এর আগে কোন হাতঘড়ি নিলামে এত দামে কখনও বিক্রি হয়নি। তবে পাটেক ফিলিপের একটি পকেট ঘড়ি ২০১৪ সালে বিক্রি প্রায় আড়াই কোটি ডলারে বিক্রি হয়। উইনিং ছবিটিতে পল নিউম্যান অভিনয় করেছেন রেসিং কারের চালক হিসেবে। তারপর থেকেই কার রেসিং এর প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে তিনি এ ধরনের একটি প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন। স্বামীকে ঘড়িটি দেয়ার আগে উডওয়ার্ড তাতে খোদাই করে লিখে দেন, ‘সাবধানে চালাবে।’ -বিবিসি অবলম্বনে
×