ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার ক্যামেরার চমক নিয়ে এসেছে হুয়াওয়ে

প্রকাশিত: ০৪:০২, ২৯ অক্টোবর ২০১৭

চার ক্যামেরার চমক নিয়ে এসেছে হুয়াওয়ে

সম্প্রতি রাজধানীর র‌্যাডিসন হোটেলে একটি গালা অনুষ্ঠানে নিজেদের নতুন স্মার্টফোন নোভা ২ আই উন্মোচন করেছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। পারফরমেন্স ও পাওয়ারের অপূর্ব সমন্বয় হুয়াওয়ে নোভা ২ আই স্মার্টফোনে প্রথমবারের মতো রয়েছে সামনে ও পেছনে ডুয়াল লেন্স ক্যামেরা। স্মার্টফোন ব্যবহারকারীদের ডিজিটাল লাইফস্টাইলের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে রাখতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এ স্মার্টফোনটি। প্রথম ডিভাইস হিসেবে নোভা ২ আই’তে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে প্রযুক্তি। এর পাশাপাশি, উচ্চমানসম্পন্ন ৫.৯ ইঞ্চি স্ক্রিনের ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও দিবে ওয়াইডস্ক্রিনের অভিজ্ঞতা। আগামী ৬ নভেম্বর থেকে দেশের ৬৪ জেলায় হুয়াওয়ের সবগুলো ব্র্যান্ড শপ, সবগুলো এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার এবং রবির সেবাতে পাওয়া যাবে ২৬ হাজার ৯শ’ ৯০ টাকা মূল্যের এ স্মার্টফোনটি। -বিজ্ঞপ্তি দুই বছরের মধ্যে তেলের দর সর্বোচ্চ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক বক্তব্যের পর তেলের দাম ৬০ ডলার ছাড়িয়েছে। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সব চ্যালেঞ্জ সত্ত্বেও জ্বালানি তেলের বাজারে ভারসাম্য পুনরুদ্ধার একটি সফলতা। আর এটি সম্ভব হয়েছে তেল উত্তোলনের বিষয়ে সৌদি যুবরাজের প্রস্তাব ও পদক্ষেপের কারণে। সম্প্রতি এক বিনিয়োগ কনফারেন্সে সৌদি যুবরাজ বলেন, জ্বালানি তেলের চাহিদা বাড়বে। তবে তিনি প্রথাগত ও নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রের ভবিষ্যত নিশ্চয়তার আশ্বাস দান করেন। ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, সৌদি আরব পেট্রোলিয়াম রফতানিকারক দেশসমূহের সংগঠন ওপেকভুক্ত ও ওপেকের বাইরের সকল রাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী মাসে ভিয়েনায় বিশ্বের দুইটি বৃহৎ তেল রফতানিকারক দেশগুলোর নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই বৈঠকে তেলের উৎপাদন হ্রাস চুক্তি সম্প্রসারণের বিষয়েও কথা হতে পারে। -অর্থনৈতিক রিপোর্টার
×