ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকগুলোকে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর আহ্বান গবর্নরের

প্রকাশিত: ০৪:০২, ২৯ অক্টোবর ২০১৭

ব্যাংকগুলোকে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর আহ্বান গবর্নরের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকগুলোকে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের আওতায় শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গবর্নর ড. ফজলে কবির। তিনি বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত। তাদের মেধা আমাদের চেয়েও বেশি, কিন্তু সুযোগের অভাবে সঠিক বিকাশ ঘটে না। তাদের মেধার বিকাশে ব্যাংকগুলোর উচিত শিক্ষায় বরাদ্দ বাড়ানো। শনিবার রাজধানীতে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি-২০১৬ প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা, মার্কেন্টাইল ব্যাংকের ফাউন্ডেশন চেয়ারম্যান শহিদুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান প্রমুখ। গবর্নর বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন দেশ পরিচালনায় অংশ নেবে। তাদের প্রতি সব ব্যাংকগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব, রাষ্ট্রের একার নয়। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার সহযোগিতা কোন করুণা নয়, শিক্ষার্থীদের অধিকার। রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক গবর্নর বলেন, ২০১৭ সালের আমাদের সামনে কয়েকটি চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এর মধ্যে- হাওড় অঞ্চলসহ বেশকিছু জেলার বন্যায় ক্ষয়ক্ষতি, সম্প্রতি রোহিঙ্গা শরণার্থী চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সব সময় উদ্যোগী। তিনি বলেন, আমি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলব আপনারা রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত বাড়ান। শিক্ষার বরাদ্দ ঠিক রেখে প্রয়োজনে সিআরএস খাতের অন্য বরাদ্দ কমিয়ে তাদের সাহায্য করুন। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা বলেন, ২০১০ সাল থেকে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এ বছর ১১০২ ছাত্রছাত্রীকে এক কোটি ৬০ লাখ টাকা শিক্ষাবৃত্তির প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ৪০ প্রতিবন্ধীসহ ঢাকা বিভাগের ১৬৩ মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেন গবর্নর।
×