ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও এফবিসিসিআই

প্রকাশিত: ০৩:৫৯, ২৯ অক্টোবর ২০১৭

একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও এফবিসিসিআই

স্টাফ রিপোর্টার ॥ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন এবং এফবিসিসিআই যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। শনিবার বিকেলে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উভয় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ এবং উর্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়াও ওই সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের ভূমিকা ও অংশগ্রহণের গুরুত্ব বিবেচনায় নানামুখী কার্যক্রম বাস্তবায়নে উভয় সংগঠনের একযোগে কাজ করার বিষয়ে বিস্তর আলোচন হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ এবং এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) উভয় প্রতিষ্ঠানের পক্ষে আলোচনায় নেতৃত্ব প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক হাসিনা নেওয়াজ, ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য মির্জা নূরুল গণী শোভন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম ও এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত মহাসচিব হুসাইন জামিল।
×