ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যান্টার্কটিকা গবেষণা কেন্দ্র...

প্রকাশিত: ০৩:৫৭, ২৯ অক্টোবর ২০১৭

এ্যান্টার্কটিকা গবেষণা কেন্দ্র...

চীন এ্যান্টার্কটিকা মহাদেশে তাদের পঞ্চম গবেষণা কেন্দ্র স্থাপন করবে। গবেষকরা এজন্য এলাকা নির্ধারণ করে ফেলেছেন। রস সাগরের তীরে টেরা নোভা সৈকতে ইনএক্সপ্রেসিবল দ্বীপে এ গবেষণা কেন্দ্রটি স্থাপিত হবে। রস সাগর হচ্ছে দক্ষিণ মহাসাগরের গভীর সৈকত, যেখানে জীবন্ত গবেষণাগার রয়েছে। গত ৩০ বছরে এ্যান্টার্কটিকা মহাদেশে চীন চারটি গবেষণা কেন্দ্র করেছে। -এএফপি সমুদ্র থেকে উদ্ধার! যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ থেকে তাহিতি পর্যন্ত ভ্রমণ করতে গিয়ে জেনিফার এ্যাপেল ও টাসা ফুইয়াবা গভীর সমুদ্রে হারিয়ে যায়। প্রায় পাঁচ মাস পর তাদের মার্কিন নৌবাহিনী উদ্ধার করেছে। তাদের সঙ্গে থাকা পোষা কুকুরকেও উদ্ধার করা হয়েছে। দুই হাজার সাত শ’ মাইল দূরের এই ভ্রমণপথে তারা ভাগ্যক্রমে হাঙ্গরের হামলা থেকে বেঁচে যায়। এ্যাপেল ও ফুইয়াবা দুজনেই হনোলুলুর বাসিন্দা। নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় ও খারাপ আবহাওয়ার জন্য তারা তীরে ফিরতে পারেনি। -গার্ডিয়ান
×