ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংরক্ষণবাদ ও উগ্র ডানের উত্থান, উদ্ভাবনী শক্তি হুমকিতে

প্রকাশিত: ০৩:৫৬, ২৯ অক্টোবর ২০১৭

সংরক্ষণবাদ ও উগ্র ডানের উত্থান, উদ্ভাবনী শক্তি হুমকিতে

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় ক্রমবর্ধমান অর্থনৈতিক সংরক্ষণবাদ, ব্রিটেনে ব্রেক্সিট এবং সমগ্র ইউরোপে উগ্র ডানপন্থীদের পুনরুত্থানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠান এসব এলাকায় গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগের বিষয় নিয়ে পুনর্বিবেচনা করছে বলে প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি) নামে বিখ্যাত জরিপ প্রতিষ্ঠান জানিয়েছে। খবর ইন্ডিপেন্ডেন্টের। বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর পক্ষ থেকে নিয়োজিত গবেষণা ও উন্নয়ন (আর এ্যান্ড ডি) সংস্থাসমূহের এক জরিপে জানা গেছে, চরম ডানপন্থী ও কট্টর জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত দেশগুলো তাদের কঠোর ভিসা পদ্ধতি, অভিবাসন নীতিমালা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ে সংরক্ষণবাদী নীতি কার্যকর করলে তা বিশ্বব্যাপী উদ্ভাবনী প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলবে। বিশ্বের প্রায় এক চতুর্থাংশ নামকরা ফার্মের ওপর পরিচালিত ‘জরিপে দেখা গেছে যে, অর্থনৈতিক সংরক্ষণবাদী চেতনার উত্থানে তারা নিজ নিজ দেশেই বিভিন্ন উদ্ভাবনী ক্ষেত্রে পরিবর্তন আনতে নানা ধরনের চাপের সম্মুখীন হচ্ছে। এই জরিপে অংশগ্রহণকারীরা সুস্পষ্টভাবে দেখিয়েছেন যে, কীভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন তাদের সংরক্ষণবাদী নীতির দরুণ ঝুঁকির সম্মুখীন হতে যাচ্ছে। পক্ষান্তরে এর বিপরীত মেরুতে গিয়ে অর্থাৎ উদারনীতি গ্রহণের মাধ্যমে কানাডা, জার্মানি ও ফ্রান্স এর সর্বোচ্চ ফায়দা উঠিয়ে নিচ্ছে। এ সংক্রান্ত এক রিপোর্টে দেখা গেছে, গত অর্থবছরে এক হাজার কোম্পানি আর এ্যান্ড ডি খাতে ৭শ’ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। আর এ্যান্ড ডি পেশাজীবীদের এক তৃতীয়াংশের অভিমত যে, তারা ইতোমধ্যেই অর্থনৈতিক সংরক্ষণবাদের চাপে দক্ষ জনশক্তি ধরে রাখা অথবা খুঁজে আনার ক্ষেত্রে নিত্য নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন। যেমন, ব্রিটেনের কোম্পানি ও ফার্মগুলো সতর্ক করে দিয়েছে যে, ব্রেক্সিটের ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে শ্রমজীবী মানুষের আগমন স্রোতে ভাটা পড়ায় এদেশে দক্ষ জনশক্তির ব্যাপক সঙ্কট বা শূন্যতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে ব্রেক্সিটের কড়াকড়ির জন্য সুযোগ-সুবিধা হ্রাস পাওয়ায় বর্তমানে যারা এখানে কর্মরত তারাও ইতোমধ্যে এদেশ ছেড়ে চলে গেছে। অর্থনৈতিক সংরক্ষণবাদের বিরূপ প্রভাব যুক্তরাষ্ট্রেও শুরু হয়ে গেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশকিছু দেশের ওপর ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় সিলিকন ভ্যালির প্রযুক্তি সমৃদ্ধ কোম্পানিগুলো একত্রিত হয়ে সারাবিশ্বের প্রতিভাদীপ্ত জনশক্তিকে তাদের কোম্পনিতে প্রবেশের দ্বার অবারিত করে দিয়েছে। এসব কোম্পানিগুলোর মধ্যে গুগল, ফেসবুক ও মাইক্রোসফট ছাড়াও রয়েছে আরও কিছু প্রতিষ্ঠান। এদিকে আর এ্যান্ড ডি নেতৃস্থানীয়দের অধিকাংশই বলেন, তাদের বিশ্বাস বিশ্বব্যাপী সংরক্ষণবাদী চেতনার যে গতি সঞ্চার হয়েছে তা কিছুটা হলেও তাদের কোম্পানির গবেষণা কার্যক্রমে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। ব্রিটেনের স্বাস্থ্যসেবা কোম্পানিগুলোতে আর এ্যান্ড ডি খাতে মোট বাজেটের অর্ধেক ব্যয়ের হিসেব দিয়েছে।
×