ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিতে প্রথম পাঠ্যক্রম প্রকাশ করল আইন বিভাগ

প্রকাশিত: ২৩:০৫, ২৮ অক্টোবর ২০১৭

ইবিতে প্রথম পাঠ্যক্রম প্রকাশ করল আইন বিভাগ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বিভাগ হিসেবে আইন বিভাগ তার নিজস্ব পাঠ্যক্রম প্রকাশ করেছে। এমনিকি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগের মধ্যেও প্রথম পাঠ্যক্রম প্রকাশ করেছে ইবির আইন বিভাগ। এ উপলক্ষ্যে শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনাতয়নে ‘ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন অ্যান্ড কারিকুলাম পাবলিকেশন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর- রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুন নাহার। সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. কাজী আতিকুর রহমান, অধ্যাপক ড. আব্দুল করিম খান, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেবা মন্ডল, সহকারি অধ্যাপক আনিচুর রহমান। অনুষ্ঠানের শুরুতে আইন বিভাগের ২০১৬-১৭ এলএলবি (স্নাতক) ১ম বর্ষ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এলএলএম (স্নাতকোত্তর) ব্যাচের কারিকুলাম প্রকাশ করা হয়।
×