ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

প্রকাশিত: ০৮:৪৬, ২৮ অক্টোবর ২০১৭

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর টি২০ সিরিজও জিতে নিয়েছে পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখেই এ কৃতিত্ব দেখিয়েছে সরফরাজ আহমেদের দল। শুক্রবার রাতে আবুধাবীর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ ম্যাচে লঙ্কানদের ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার প্রথম ম্যাচেও জয় পায় পাকিরা। এই ম্যাচে অনবদ্য হ্যাটট্রিক করেন ডানহাতি মিডিয়াম পেসার ফাহিম আশরাফ। এর ফলে টি২০ ক্রিকেটে তিনি পাকিস্তানের হয়ে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন। ফাহিম হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কার ইনিংসের ১৯তম ওভারের শেষ তিন বলে তিনজনকে আউট করে। ফাহিমের শিকার হন লঙ্কার ইসুরু উদানা, মাহেলা উদাওয়াত্তে ও দাশুন সানাকা। সব মিলিয়ে ফাহিম ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট লাভ করেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হলেও মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের বাজে ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার দানুশকা গুনাথিলাকা। এছাড়া উইকেটকিপার সাডিরা সামারাউইকমারা করেন ৩২ রান। পাকিদের হয়ে হ্যাটট্রিকম্যান ফাহিম ৩টি ছাড়াও হাসান আলী ২ উইকেট লাভ করেন। এছাড়া রানআউট হন তিনজন। ১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হলেও এক পর্যায়ে হারের শঙ্কা জাগে পাকিদের। তবে আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ ও সাদাব খানের দৃঢ়তায় ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে (১২৫ রান) যায় পাকিস্তান। বিজয়ী দলের শেহজাদ ২৭, সরফরাজ ২৮ ও সাদাব অপরাজিত ১৬ রান করেন। শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরের ৩ উইকেট লাভ করেন।
×