ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ॥ ৮ জন গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৯, ২৮ অক্টোবর ২০১৭

পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ॥ ৮ জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৭ অক্টোবর ॥ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়েছে। সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা আটককৃতরা পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে বিভিন্ন ইলেট্রিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের উত্তর সরবরাহ করছিল। ৮ জনের মধ্যে শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী ছাড়াও পাবনার বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জয় জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা ২ জনকে ২ বছর ও অন্যদের একমাস করে কারাদ-াদেশ প্রদান করেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস জানিয়েছেন, সাজাপ্রাপ্তরা সিরাজগঞ্জের উল্লাপাড়ার খালিদ বিন হাফিজ নিলয় (২২) এবং পাবনা জেলার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের রাকিবুল ইসলামকে দুই বছর করে এবং পাবনা সদর উপজেলার চরতারাপুর গ্রামের মৃদুল হোসেন (২০), পাবনার ফরিদপুরের রাকিব হোসেন (২২), আতাইকুলার শরিফুল ইসলাম (২০), পাবনার ফরিদপুরের শাহরিয়ার আলম (২২) ও মাহবুবুল আলম (২১) এবং পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার তারেক হাসান তুষারকে এক মাসের কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১টি ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
×