ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধের জের ॥

সোনারগাঁয়ে গুলিবিদ্ধ ১, আটক দুই

প্রকাশিত: ০৭:৫৬, ২৮ অক্টোবর ২০১৭

সোনারগাঁয়ে গুলিবিদ্ধ ১, আটক দুই

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে মামরকপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বিল্লাল হোসেন (৫৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিল্লাল হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। অভিযোগ দিলে মামলা নেয়া হবে বলে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর জব্বার জানান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের ফারুক হোসেনের সঙ্গে উলুকান্দি গ্রামের বিল্লাল হোসেনের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য পারিবারিকভাবে বিল্লাল হোসেন ও তার ভাই আবুল হোসেন ফারুকের বাড়িতে বৈঠকে বসে। অভিযোগ ওঠে, বৈঠক চলাকালে রুহুল আমিনের তার সঙ্গে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে রুহুল আমিনের হাতে থাকা পাইপগান দিয়ে বিল্লাল হোসেনের পায়ে গুলি করে। এ সময় বিল্লাল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে রুহুল আমিন ও তার লোকজন পালিয়ে যায়। গুলিবিদ্ধ বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিফাত বেগম ও আলী আকবর নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
×