ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিশু-কিশোর প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:০৪, ২৮ অক্টোবর ২০১৭

শিশু-কিশোর প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৭ অক্টোবর ॥ দানবীর রণদা প্রসাদ সাহার ১২১তম জন্মজয়ন্তী উপলক্ষে শিশু-কিশোরদের দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রণদা নাট মন্দিরে রণদা জন্মজয়ন্তী উদ্যাপন কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক শিবপদ ঘোষ। দিনব্যাপী প্রতিযোগিতায় রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা ও নৃত্য বিষয়ের ওপর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার দানবীর রণদা প্রসাদ সাহার ১২১তম জন্মজয়ন্তী। চার কবি স্মরণে র‌্যালি নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৭ অক্টোবর ॥ সুনামগঞ্জের চার লোককবি বাউল স¤্রাট শাহ আবদুল করিম, রাধারমণ দত্ত, মরমী কবি হাছনরাজা ও জ্ঞানের সাগর দূর্ব্বীণ শাহ’র স্মরণে চার দিনব্যাপী হাওড়পাড়ের গল্প শিরোনামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসন। শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে হাওড়পাড়ের কিশোর-কিশোরীদের সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিকেল ৫টায় হাওড়পাড়ের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চার লোককবির স্মরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়।
×