ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:০৪, ২৮ অক্টোবর ২০১৭

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ অক্টোবর ॥ শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ২৮ অক্টোবর। ’৭১ এর এদিনে মৌলভীবাজার জেলার ধলাই সীমান্তে পাকিস্তানী বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। কিন্তু এখনও মহেশপুর উপজেলার সেই প্রত্যন্ত গ্রামটি খোর্দ খালিশপুর নামেই আছে। যদিও দীর্ঘদিন এ এলাকার মানুষের প্রাণের দাবি গ্রামটির নামকরণ করা হোক ‘হামিদ নগর’ নামে। বীরশ্রেষ্ঠের ভাই হামজুর রহমান জানান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি জেলার মহেশপুর উপজেলার খোর্দ খালিশপুর গ্রামে। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজার জেলার সীমান্তে ধলাই পাক সেনা ঘাঁটি আক্রমণ করে মুক্তিবাহিনী। এ সময় পাক সেনাদের গুলিতে তিনি শহীদ হন।
×