ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫০ হাজার বিক্রয় নিষিদ্ধ পাঠ্যবই উদ্ধার

প্রকাশিত: ০৬:০৩, ২৮ অক্টোবর ২০১৭

৫০ হাজার বিক্রয় নিষিদ্ধ পাঠ্যবই উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ অক্টোবর ॥ ফরিদপুর শহরের বিহারী কলোনি এলাকায় মোল্লাবাড়ি সড়কে অভিযান চালিয়ে মাধ্যমিক শ্রেণীর ৫০ হাজার বিক্রয় নিষিদ্ধ পাঠ্য বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্টোরকিপারসহ তিনজনকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে দুইজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও স্টোরকিপারের বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মামলার নির্দেশ প্রদান করেন। র‌্যাব-৮ ক্যাম্পের কামন্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরের গোয়ালচামটের মোল্লাবাড়ি সড়কের বিহারী কলোনিতে অবস্থিত ভান্ডারী পেপার হাউসে অভিযান চালানো হয়। সাড়ে ৪ ঘণ্টাব্যাপী অভিযানে ভা-ারী পেপার হাউস থেকে মাধ্যমিক শ্রেণীর ৫০ হাজার সরকারী নির্ধারিত এবং বিক্রয় নিষিদ্ধ পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত দোকানের মালিক আরমান শেখ (৩১), একেন খাঁ (৫২) এবং ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্টোরকিপার শাহিন হাওলাদারকে আটক করা হয়। পরে আটককৃতদের মধ্যে আরমান শেখ ও একেন খাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
×