ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের ব্লেডের আঘাতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৬:০০, ২৮ অক্টোবর ২০১৭

চিকিৎসকের ব্লেডের আঘাতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় ধারালো ব্লেডের আঘাতে নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা। শুক্রবার দুপুরের মহানগরীর লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরে প্রসূতির স্বজনেরা হাসপাতালে উপস্থিত হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নগরীর তালাইমারী এলাকার খালেদ হাসান জানান, তার স্ত্রী তামান্নাকে শুক্রবার সকালে ইসলামী ব্যাংক মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। তামান্নাকে পরীক্ষা করার পরে চিকিৎসক শায়লা আক্তার বাবলী দ্রুত সিজারের পরামর্শ দেন। অপারেশনের মাঝপথে চিকিৎসক শায়লা আক্তার জানান যে, নবজাতকের অবস্থা ভাল না। দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জানান নবজাতক অনেক আগেই মারা গেছে। খালেদ হাসান বলেন, সদ্য ভূমিষ্ঠ মেয়ে সন্তানটির মাথায় ধারালো কিছু দিয়ে কাটা চিহ্ন আছে। সেই কাটা অংশ দিয়ে রক্ত বের হচ্ছিল। সিজার করার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হচ্ছে। এ বিষয়ে চিকিৎসক শায়লা আক্তার বাবলী বলেন, প্রসূতির পেটে পানি ছিল না। নবজাতকের অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। অপারেশন সফল হয়েছিল এবং এ সময় নবজাতক কোন ধরনের আঘাত পায়নি বলেও তিনি দাবি করেন। ইসলামী হাসপাতালের সুরারিনটেনডেন্ট ডাঃ মাসুদ আলী জানান, প্রসূতির সিজারিয়ান অপারেশনের চিকিৎসকের কোন ত্রুটি ছিল না। প্রসূতির স্বজনরা বিষয়টি না বুঝেই উত্তেজিত হয়ে পড়েছে। তারপরে হাসপাতালের সুনামের দিক ভেবে ওই প্রসূতির চিকিৎসার ব্যয়ভাব হাসপাতাল বহন করবে বলেও তিনি জানান।
×