ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

কক্সবাজারে দুই ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ অক্টোবর ২০১৭

কক্সবাজারে দুই ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ সড়কে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ উল্লাহ (৫০) ও বাদশা মিয়া নামে হিউম্যানহলারের দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় ৮ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর রাবেতা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ উল্লাহ খুনিয়াপালং গোয়ালিয়াপালং এলাকার টা-া মিয়ার পুত্র ও বাদশা মিয়া বড় মহেশখালী বড়খোলা এলাকার বশির আহমদের পুত্র। তারা দুই জনই শুঁটকি ব্যবসায়ী ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম জানান, সকাল ৮টায় টেকনাফগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যানহলারকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে হিউম্যানহলারটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে হিউম্যানহলারের দুই যাত্রী নিহত হয়। আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। গাজীপুরে নারী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে শুক্রবার যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে অটোরিক্সা আরোহী এক নারী নিহত হয়েছে। তার নাম জরিনা বেগম (৪০)। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মধ্যবড়াল এলাকার রবিউল ইসলামের স্ত্রী। সালনা হাইওয়ে থানার ওসি ও নিহতের ছেলে জানান, কালিয়াকৈরের চন্দ্রা থেকে ব্যাটারিচালিত একটি রিক্সায় চড়ে ছেলে ও নাতিকে নিয়ে চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছিল জরিনা বেগম। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডিভাইন টেক্সাইল লিমিটেড কারখানার সামনে পৌঁছলে জয়দেবপুরগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় জরিনা অটোরিক্সা থেকে ছিটকে সড়কের ওপর পড়ে এবং বাসের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বাগেরহাটে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কের শুকদাড়া বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় শুক্রবার সকালে এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। নিহত পিজুশ দাশ (৫০) সুপারি ব্যবসায়ী। তিনি বেতাগা চাঁদেরঢোন এলাকার প্রফুল্ল দাসের ছেলে। কাটাখালী হাইওয়ে থানার ওসি কেএম আজিজুল জানান, সকালে সুপারি ব্যবসায়ী পিজুশ দাশ মোটরসাইকেলে যাওয়ার সময় মংলা থেকে খুলনাগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাভারে নিরাপত্তা কর্মী নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে নৈশকোচ চাপায় একটি কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন উলাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মহাসড়কের গে-া বাসস্ট্যান্ড এলাকার মধুমতি টাইল্স কারখানার নিরাপত্তাকর্মী আজিয়ার মিয়া (৫০) দায়িত্ব পালন শেষে এদিন সকালে হেঁটে রাজফুলবাড়িয়ার বাসায় যাচ্ছিলেন। উলাইল বাসস্ট্যান্ডে পৌঁছলে পিছন থেকে আসা ‘শ্যামলী’ পরিবহনের একটি নৈশকোচ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনকাবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×