ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিতে সাংস্কৃতিক কর্মীকে পেটাল ছাত্রলীগ

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ অক্টোবর ২০১৭

ইবিতে সাংস্কৃতিক কর্মীকে পেটাল ছাত্রলীগ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংসদের সদস্য শামীম পলাশ নামে এক সাংস্কৃতিক কর্মীকে ঘুম থেকে তুলে পিটিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধরণ সম্পাদক গ্রুপের কর্মীরা। বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ৪১৬ নং কক্ষে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে বিষয়টি সংবাদিকদের কাছে জানান শামিম পলাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, তার বাড়ি পাবনা জেলায়। তার এলাকার রাজনৈতিক সমস্যা নিয়ে বুধবার সন্ধ্যায় ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। কিন্তু হঠাৎ করেই রাতে ছাত্রলীগের কিছু কর্মী তার রুমে এসে তাকে ঘুম থেকে তুলে ফেসবুকের স্ট্যাটাস বের করতে বলে। স্ট্যাটাসে ফাও খাওয়ার একটি শব্দ দেখে ছাত্রলীগ কর্মীরা বলে এগুলো তাদের উদ্দেশে লেখা হয়েছে। এই বলেই তাকে মারধর করে বলে তিনি জানান। পরিসংখ্যান ১৩-১৪ শিক্ষাবর্ষের হামিদুর রহমান হামিদের নেতৃত্বে নিজাম (লোকপ্রশান ১১-১২), মোশাররফ (লোকপ্রশাসন ১৪-১৫) ও সাগরসহ (ইতিহাস ১৬-১৭) ৭-৮ জন তাকে মারধর করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, বিষয়টি আমি বুধবার রাতেই শুনেছে। পরবর্তীতে তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছি। বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি গৌতম কুমার শুভ বলেন, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংস্কৃতিক কর্মী এভাবে লাঞ্ছিত হলে সাংস্কৃতিক কর্মকান্ড অবশ্যই ব্যাহত হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা ব্যাহত হয় এমন কোন কর্মকান্ড হতে দেব না।
×