ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ অক্টোবর ২০১৭

নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৭ অক্টোবর ॥ নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শরফুল আলম লিটুর কাউন্সিলর পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সামনে নড়াইল-ফুলতলা সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সাংস্কৃতিক জোটের নড়াইলের সভাপতি মলয় কুমার কু-ু, জোটের উপদেষ্টা, নারীনেত্রী বেগম আঞ্জমান আরা, জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, মূর্ছনা সঙ্গীত নিকেতনের সভাপতি শামীমুল ইসলাম টুলু, প্রশান্ত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এক-এগারোর ষড়যন্ত্রমূলক মামলায় সাজার রায় হাইকোর্ট স্থগিত করেছে। তাই এলাকাবাসীর স্বার্থে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর লিটুর ক্ষমতা পুনর্বহালের জন্য সরকারের কাছে জোর দাবি জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
×