ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ শহরজুড়ে ময়লা আবর্জনার ভাগাড়!

প্রকাশিত: ০৫:৫২, ২৮ অক্টোবর ২০১৭

ময়মনসিংহ শহরজুড়ে ময়লা আবর্জনার ভাগাড়!

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ প্রাচীন জেলা শহর ময়মনসিংহের ব্যস্ততম বাণিজ্যিক এলাকাসহ আবাসিক এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নিয়মিত ও সময়মতো পরিষ্কার না করায় এসব ময়লা আবর্জনা পচে গলে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে শহরের প্রায় পাঁচ লাখ মানুষ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। ময়মনসিংহ শহরের নানা জায়গায় দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার স্তূপ পড়ে থাকলেও স্থানীয় পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী শহরবাসীর। এ নিয়ে ক্ষুব্ধ ময়মনসিংহের নাগরিক নেতৃবৃন্দ। শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গাঙিনাপাড় ও স্টেশন রোডের প্রধান সড়কের ওপর মাঝখানে সকাল দুপুর পড়ে থাকছে ময়লা আবর্জনার স্তূপ। শহরের মেছুয়া বাজার ও আশপাশের হোটেল রেস্তরাঁর সব ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলে রাখা হচ্ছে প্রধান সড়কের ওপর। ভোরের আগেই এসব ময়লা আবর্জনা অপসারণের কথা থাকলেও বাস্তবে দেখা গেছে কোনদিন সকাল ৯টার দিকে আবার কোনদিন দুপুরের দিকে এসব ময়লা অপসারণ করা হচ্ছে ট্রাকে করে। দিনে দুপুরে নোংরা ময়লা আবর্জনার অপসারণ করে নিয়ে যাওয়ার পথে রিক্সারোহী ও পথচারীদের সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়া দিনের বেলা ব্যস্ত সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ময়লা আবর্জনা অপসারণের কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। অথচ এর কোন প্রতিকার মিলছে না। বছরজুড়ে এভাবেই ময়লা আবর্জনা অপসারণের কাজ চলছে। এ নিয়ে পৌর কর্তৃপক্ষও নির্বিকার। ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বিভিন্ন বাণিজ্যিক ভবন ও হোটেল রেস্তরাঁর ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলে রাখা হচ্ছে। দিনভর এ আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রেসক্লাবের পাশের গলির ভেতর রাস্তার ওপর ফেলে রাখা হচ্ছে আশপাশের বাসা বাড়ির ময়লা আবর্জনা। ডাস্টবিন না থাকায় খোলা আকাশের নিচে পড়ে থাকা এ ময়লা আবর্জনা পচে গেলে উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ঢাকা ময়মনসিংহ চারলেন মহাসড়কের ওপর ফেলে রাখা হচ্ছে হাসপাতাল ও চরপাড়া এলাকার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ল্যাবের ক্লিনিক্যাল বর্জ্য ও ময়লা আবর্জনা। সময়মতো ও নিয়মিত অপসারণ না করায় প্রতিনিয়ত এ ময়লা আবর্জনা ও বর্জ্য শহরের বাতাসকে বিষিয়ে তুলছে। অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পৌরসভাকে বহুবার জানিয়েও এর সমাধান পায়নি। শহরের বাঘমারা, পুরহিতপাড়া, চরপাড়া নয়াপাড়া, কৃষ্টপুর, ব্রাহ্মপল্লী, বাউন্ডারি রোড, নাহারোড, গুলকিবাড়ি, কাচিঝুলিসহ শহরের বেশিরভাগ জায়গায় ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত কোন ডাস্টবিন না থাকায় ড্রেনের ওপর ও রাস্তার ওপর কিংবা মোড়ে মোড়ে ফেলে রাখা হচ্ছে শহরবাসীর ময়লা আবর্জনা ও বর্জ্য। তবে এ ক্ষেত্রে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি ওয়ার্ডে উল্টো চিত্রও দেখা গেছে। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, একুশ দশমিক ৭৩ বর্গকিলোমিটার আয়তন ও প্রায় পাঁচ লাখ জনসংখ্যা অধ্যুষিত ময়মনসিংহ শহরে দৈনিক ১২৮ মে.টন ময়লা আবর্জনা জমা হচ্ছে। আট টি গার্বেজ ট্রাক ও ১৪০টি ভ্যানে মাত্র ৮০ মে.টন ময়লা অপসারণ করা হচ্ছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ৪৮ মে.টন ময়লা আবর্জনা অপসারণ করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন জমা হওয়া এ আবর্জনার সঙ্গে বাড়তি আবর্জনা ও বর্জ্য জমা হয়ে শহর ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। শহরের মেছুয়া বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, দিনের বেলায় ট্রাকে করে ময়লা অপসারণ করে নিয়ে যাওয়ার রাস্তার ওপর এ ময়লা আবর্জনা রিক্সারোহী ও পথচারীদের ওপর ছিটকে পড়ছে এটি মেনে নেয়া যায় না। এটি কোন সভ্য সমাজে কল্পনাও করা যায় না। অথচ বছরজুড়ে ময়মনসিংহ শহরে এভাবে দিনে দুপুরে ট্রাকে করে ময়লা আবর্জনা অপসারণ করা হচ্ছে।
×