ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাচীন সমাধি খনন...

প্রকাশিত: ০৫:৩৯, ২৮ অক্টোবর ২০১৭

প্রাচীন সমাধি খনন...

চীনের চংগিং মিউনিসিপালিটির হুয়াগু এলাকায় প্রত্মতাত্ত্বিকরা ছয়টি প্রাচীন সমাধিস্থলে খনন করে প্রতিটিতে ২৫টি কঙ্কাল পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এগুলো সাউদার্ন সং (১১২৭-১১৭৯) ও মিং (১৩৬৮-১৬৪৪) রাজত্বকালের। সমাধিস্থলগুলো এক হাজার ছয় শ’ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। যা প্রায় চারটি বাস্কেটবল খেলার মাঠের সমান। খনন চলাকালে ৩৮টি সমাধিতে পোড়ামাটির ফলক পাওয়া গেছে। -এএফপি বিলুপ্ত ভাষার সন্ধান ভারতের ভাষা গবেষক গণেশ দেবী বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় মাতৃভাষার অস্তিত্ব খুঁড়ে বেড়িয়েছেন। ভাষা গবেষণা করতে গিয়ে তিনি জানতে পারেন, হিমাচল প্রদেশের মানুষ এক সময় দুই শ’ ভাষায় কথা বলতে পারত। বর্তমানে সেখানে ১৬টি ভাষা প্রচলিত আছে। গুজরাটে বসবাসকারী ভারতীয়রা প্রায় ১২৫টি বিদেশী ভাষা জানত। ১৯৬১ সালের জরিপ অনুযায়ী, এক হাজার ছয় শ’ ৫২টি ভারতীয় ভাষার কথা জানা যায়। ২০১০ সালে এসে এটি ৭৮০তে দাঁড়ায়। যার মধ্যে ১৯৭টি বিলুপ্তির পথে রয়েছে। -বিবিসি
×