ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার অর্ধেকই ব্রিটিশ নারী

প্রকাশিত: ০৫:৩৮, ২৮ অক্টোবর ২০১৭

কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার অর্ধেকই ব্রিটিশ নারী

যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে বা পড়াশোনার স্থলে অর্ধেক নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন। তাছাড়া এক-পঞ্চমাংশ পুরুষও এ পরিস্থিতির শিকার হচ্ছেন। বিবিসির জরিপে এ চিত্র উঠে এসেছে। বিবিসি। যৌন হয়রানির শিকার হয়েছেন এমন ৬৩ শতাংশ নারী এ বিষয়ে কাউকে কিছু বলেননি। আর ৭৯ শতাংশ পুরুষ এ বিষয়টি নিজেদের মধ্যেই রেখেছেন। বিবিসি রেডিও ৫ লাইভ-এর হয়ে কমরেস জরিপ সংস্থা দুই হাজারেরও বেশি মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে। মার্কিন চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই বিষেশত বিষয়টি নিয়ে এ জরিপ চালানো হয়। অস্কারজয়ী প্রযোজক ওয়েনস্টেইনের বিরুদ্ধে হলিউডের বেশকিছু নায়িকা মুখ খুলেছেন। তাদের এ হেনস্থার কথা শুনে সাহসী হয়ে মুখ খুলেছেন আরও অনেকে। ‘মি টু’ হ্যাশট্যাগে নারী-পুরুষরা তাদের যৌন হেনস্থা হওয়ার কথা জানাচ্ছেন। দুই হাজার ৩১ জন পূর্ণবয়স্ক মানুষের ওপর পরিচালিত বিবিসির জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ জানিয়েছেন, তারা কর্মক্ষেত্রে বা লেখাপড়ার জায়গাতে বিভিন্ন ধরনের অপ্রীতিকর মন্তব্য শোনাসহ বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। জরিপে আরও দেখা গেছে, এক-চতুর্থাংশ মানুষ পরিহাসের শিকার হয়েছেন বা তাদের নিয়ে অপ্রিয় কৌতুক করা হয়েছে। এছাড়া সাতজনে একজন নোংরা স্পর্শের শিকার হয়েছেন। আর প্রতি ১০ জন নারীর একজন যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
×