ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্যাস হামলার অভিযোগ

সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি হিউম্যান রাইটস ওয়াচের

প্রকাশিত: ০৫:২৭, ২৮ অক্টোবর ২০১৭

সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি হিউম্যান রাইটস ওয়াচের

সিরিয়া সরকারের গ্যাস হামলার জন্য হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশটির প্রতি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে তারা এ আহবান জানায়। জাতিসংঘের তদন্তকারী দল সারিন গ্যাস হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে দায়ী করেছে। এতে অনেক লোক হতাহত হয়। খবর এএফপির। এইচআরডব্লিউ জানায়, সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য দায়ী ব্যক্তি ও স্বত্বাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত দ্রুত পদক্ষেপ নেয়া। গত ৪ এপ্রিল সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের খান শেইখুন এলাকায় বিষাক্ত সারিন গ্যাস হামলা চালানো হয়। জাতিসংঘের মতে, এ হামলায় ৮৩ জন নিহত হন। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলায় নিহতের সংখ্যা ৮৭ বলে জানিয়েছে, যাদের মধ্যে ৩০ জনের বেশি ছিল শিশু। জাতিসংঘের তদন্ত দল বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে বলেছে, খান শেইখুন এলাকায় গ্যাস হামলার জন্য সিরিয়ার সরকার দায়ী। এইচআরডব্লিউর জরুরী সহায়তা বিভাগের উপ-পরিচালক ওল সোলভাং বলেন, প্রতিবেদন অনুসারে প্রতারণামূলক ও মিথ্যা তথ্যের অবসান ঘটানো উচিত, যা সিরিয়ার সরকারের প্রচারণা। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের পুনরাবৃত্তি হলে তা হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করা। সব দেশকে জনস্বার্থে একটি শক্তিশালী অবস্থান নিয়ে এ ধরনের কর্মকা- বন্ধ করতে হবে। জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটি গত ছয় বছরে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সিরিয়া সরকারকে অভিযুক্ত করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় ২০১৪ ও ২০১৫ সালের দিকে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়। গত ছয় বছরে সিরিয়ার গৃহযুদ্ধে তিন লাখ ৩০ হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।
×