ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত: ০৫:২৬, ২৮ অক্টোবর ২০১৭

বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি

বিশ্বে গত বছর বিলিয়নিয়ারের সংখ্যা ২০১৫ সালের চেয়ে ১০ শতাংশ বেড়ে ১৫০০ ছাড়িয়েছে। এশিয়ায় বিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই এমনটি ঘটেছে। সুইস ব্যাংকিং জায়ান্ট ইউবিএস ও অডিটর্স পিডব্লিউসি বৃহস্পতিবার এ কথা জানায়। ইউবিএস এবং পিডাব্লিউসির বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, গত বছর প্রথমবারের মতো এশিয়ায় বিলিয়নিয়ারের সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। এশিয়ায় বিলিয়নিয়ারের সংখ্যা ৬৩৭ এবং যুক্তরাষ্ট্রে ৫৬৩। চীনের উদ্যোক্তাদের সুবাদে এশিয়ায় এই বিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
×