ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মন্ত্রীর পায়ে ধরেও ক্ষেতের ফসল রক্ষা হলো না

প্রকাশিত: ০৫:২৬, ২৮ অক্টোবর ২০১৭

মন্ত্রীর পায়ে ধরেও ক্ষেতের ফসল রক্ষা হলো না

উত্তর প্রদেশে স্থানীয় এক মন্ত্রীর গাড়িবহর সময় বাঁচাতে রাস্তা ছেড়ে নেমে যায় ফসলি জমিতে। মন্ত্রীর পায়ে পড়েও নিজের তিন বিঘা জমির ফসল রক্ষা করতে পারেননি দরিদ্র কৃষক দেবেন্দ্র দোহরে। এনডিটিভি। এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, বুন্দেলখ-ে বুধবার উত্তর প্রদেশের কারামন্ত্রী জয় কুমার সিং এ কাে র পর দেবেন্দ্রর পকেটে মাত্র চার হাজার রুপি গুঁজে দিয়ে নিজের দায় সারার চেষ্টা করেন। ভারতের সবচেয়ে দরিদ্র ও খরাপীড়িত অঞ্চলগুলোর একটি বুন্দেলখ । গো-শালা উদ্বোধন করতে সেখানকার একটি গ্রামে গিয়েছিলেন জয় কুমার। পরে সেখান থেকে আরও একটি অনুষ্ঠানে যোগ দিতে শর্টকাট রাস্তা হিসেবে তিনি ফসলি জমির ওপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। দেবেন্দ্র বলেন, জমিতে গাড়ি ঢুকতে দেখে তিনি দৌড়ে সেখানে যান এবং তাদের থামানোর সর্বোচ্চ চেষ্টা করেন। একপর্যায়ে মন্ত্রী গাড়ি থেকে নেমে এলে তার পায়ে পড়েন দেবেন্দ্র। মন্ত্রীর অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য তার সঙ্গে থাকা সাংবাদিকদের করা ভিডিওতে দেবেন্দ্রকে মন্ত্রীর পায়ে পড়তে, হাতজোড় করে অনুরোধ করতে ও কাঁদতে দেখা যায়। সাংবাদিকদের দেবেন্দ্র বলেন, আমি গরিব কৃষক। আট হাজার রুপি ঋণ করে আমি জমিতে সরিষা বুনেছি। আমার তিন বিঘা জমির পুরো ফসল নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার পর দেবেন্দ্রকে চার হাজার রুপি দেয়ার কথা জানান মন্ত্রী জয় কুমার। তিনি বলেন, জমির যে ফসল নষ্ট হয়েছে সেটার জন্য তাকে আমরা এরই মধ্যে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি। কৃষকদের বিষয়ে আমাদের সরকার খুবই যত্ন শীল। এখনই আমি তাকে চার হাজার রুপি ক্ষতিপূরণ দিয়েছি।
×