ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেন্দ্র সরাসরি শাসন দেবে না এমন নিশ্চয়তা ছাড়া নতুন নির্বাচন দেবেন না কাতালান নেতা

মাদ্রিদের সঙ্গে দূরত্ব বাড়ছে

প্রকাশিত: ০৫:২৪, ২৮ অক্টোবর ২০১৭

মাদ্রিদের সঙ্গে দূরত্ব বাড়ছে

স্পেনের স্বাধীনতাকামী কাতালান রাজ্যের নেতা বৃহস্পতিবার বলেছেন, মাদ্রিদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে তিনি আরেকটি আঞ্চলিক ভোট আয়োজন করবেন না। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যটির রাজনৈতিক বিরোধ আরও তীব্রতর হয়েছে। উভয়পক্ষ এখন সরাসরি সংঘাতে জড়িয়ে যাওয়ার মতো অবস্থানে দাঁড়িয়েছে। বিবিসি। বার্সেলোনায় আঞ্চলিক সরকারের সদর দফতর ভবনের চত্বরে দাঁড়িয়ে কার্লেস পুজদামন বলেন, আঞ্চলিক নির্বাচন দিলে সরাসরি শাসন আরোপ করা হবে না, কেন্দ্র এমন নিশ্চয়তা এখনও দেয়নি। আশা করা হচ্ছিল পুজদামন শীঘ্রই আরেকটি নির্বাচন দেবেন। কিন্তু তিনি সে পথে যাননি। তবে তিনি বলেছেন, ‘নির্বাচন দিতে আমি প্রস্তুত আছি তবে কেন্দ্রকে নিশ্চয়তা দিতে হবে যে তারা এখানে সরাসরি শাসন কায়েম করবে না। এমন কোন নিশ্চয়তা তারা এখনও দেয়নি। যে কারণে নির্বাচনের নতুন কোন তারিখ আজ আর ঘোষণা করা গেল না। এর আগে প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালানের স্বায়ত্তশাসন বাতিল করে বলেছিলেন, জাতীয় ঐক্য ধরে রাখতে তার সামনে এর কোন বিকল্প ছিল না। তার এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পুজদামন বলেছিলেন যে, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং আইনের শাসনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি এখন বলছেন, কাতালানের আঞ্চলিক পার্লামেন্টের উচিত স্পেন থেকে স্বাধীন হওয়ার জন্য কাজ শুরু করা। ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোট পার্লামেন্টকে স্বাধীনতার পক্ষে ম্যান্ডেড দিয়েছে।’ মাদ্রিদের দৃষ্টিতে অবশ্য ওই গণভোট অবৈধ ছিল। ওই নির্বাচন যেন হতে না পারে সেজন্য কেন্দ্রের পক্ষ থেকে শক্তিও প্রয়োগ করা হয়েছিল। পুজদামন যেন দ্রুত স্বাধীনতার ঘোষণা দেন সেজন্য স্বাধীনতাপন্থীদের থেকে তার ওপর চাপ ছিল। তবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই এ বিষয়ে একমত নন। বৃহস্পতিবার রাতে কাতালানের আঞ্চলিক সরকারের ব্যবসাবিষয়ক প্রধান পদত্যাগ করেছেন। কারণ তিনি একতরফাভাবে স্বাধীনতা ঘোষণার বিরোধী। তবে কাতালান যে ভূমিকা নিয়েছেন তার জন্য মাদ্রিদের প্রশাসন তার ওপর ক্ষুব্ধ। শুক্রবার স্পেনের সিনেট কাতালানের প্রতিষ্ঠানগুলো এবং পুলিশ বিভাগ অধিগ্রহণ করা এবং সরকারপ্রধানকে বরখাস্ত করার ক্ষমতা অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকারের এসব পদক্ষেপ কাতালান সমস্যা আরও জটিল করে তুলতে পারে। স্বাধীনতাপন্থীরা ইতোমধ্যেই আইন অমান্য করার ডাক দিয়েছেন। স্পেনের উপ-প্রধানমন্ত্রী সারিয়া সায়েঞ্জ দ্য সান্তামারিয়া সিনেট কমিটিতে বক্তৃতার সময় বলেছেন, ‘স্বাধীনতাকামী নেতারা তাদের আসল চেহারা দেখিয়ে ফেলেছেন। তারা জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন আবার একই সঙ্গে কৌশল করছেন।’ প্রধানমন্ত্রী রাহয় কাতালানে কেন্দ্রের শাসন জারি করবেন না কেবল কালক্ষেপণের জন্য সিনেটের অনুমোদন নিয়ে রেখেছেন তা স্পষ্ট নয়। কাতালান নিয়ে মাদ্রিদের পরিকল্পনা যেমন ধারণা করা যাচ্ছে না তেমনি, এ বিষয়ে কাতালালেন সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের প্রতিক্রিয়া কি হবে তাও পরিষ্কার নয়। ১ অক্টোবরের গণভোট ঠেকাতে পুলিশ ব্যাপক প্রয়োগ করেছিল। এ ঘটনা সাবেক একনায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনামলের কথা স্মরণ করিয়ে দেয়। ফ্রাঙ্কো ১৯৩৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্পেন শাসন করেন। কাতালানিয়ার শক্তি খর্ব করার জন্য অন্যান্য পদক্ষেপের মধ্যে তিনি কাতালান ভাষাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছিলেন। একনায়ক ফ্রন্সিসকো ফ্রাঙ্কোর পতনের পর কাতালানের বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা আধুনিক স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, ইউরোজোনের চতুর্থ বৃহত্তম অর্থনীতি স্পেনের এক পঞ্চমাংশ অর্থনৈতিক কর্মকা- কাতালানে সম্পন্ন হয়ে থাকে।
×