ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন আইফোনে ঘটছে বিপত্তি

প্রকাশিত: ০৫:১৫, ২৮ অক্টোবর ২০১৭

নতুন আইফোনে ঘটছে বিপত্তি

ডেস্ক প্রতিবেদক ॥ সম্প্রতি আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস বাজারে ছেড়েছে প্রযুক্তি জায়ান্ট এ্যাপল। নতুন নতুন ফিচারে ফোনটি বেশ সাড়া ফেলে। কিন্তু মাস খানেকের মধ্যেই কিছু ব্যবহারকারী আইফোন ৮ নিয়ে নতুন সমস্যার অভিযোগ করছেন। তারা বলছেন, চার্জ দেয়ার সময় আইফোন ৮-এ বিস্ফোরণ ঘটছে। মূলত, দামী এই ফোনটি চার্জ দিতে গেলে এর মাঝখান দিয়ে ফেটে যাচ্ছে। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী জানান, তিনি মাত্র ৫ দিন আগে আইফোন ৮ কিনেছিলেন। এ্যাপলের চার্জার ও ক্যাবল দিয়ে চার্জ দিচ্ছিলেন। হঠাৎ ফোনটিতে বিস্ফোরণ হয়। দ্য সানের খবরে বলা হয়েছে, জাপানের এক আইফোন ব্যবহারকারী একই অভিযোগ করেছেন, তার আইফোন ৮ প্লাসটিও ফেটে গেছে। তিনি টুইটারে ছবিও শেয়ার করেছেন। এ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটি মনে করছে, ব্যাটারি ফুলে যাওয়ায় হয়ত এমন হচ্ছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক টেক জায়ান্ট আইফোন মনে করে, এই টেকনিক্যাল ইস্যুটি কোন নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে না। কিন্তু ব্যবহারকারীদের মধ্যে এরই মধ্যে ভয় ঢুকে গেছে। এই অতিপ্রত্যাশিত ফোনটি গত ২২ সেপ্টেম্বর বাজারে ছাড়া হয়েছিল। ফোনটির বিশেষত্ব ছিল ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি। কিন্তু, মাত্র দুই সপ্তাহ পরই অভিযোগ উঠতে শুরু করে আইফোনের বিরুদ্ধে। তবে আইফোন ৮ বাজারে ছাড়া হলে এটি কেনার জন্য লাইন আগের বছরগুলোর চেয়ে এবার ছোট ছিল। সাধারণত, এ্যাপলের স্মার্টফোন কেনার জন্য এ্যাপল ভক্তরা অনেক লম্বা সময় নিয়ে অপেক্ষা করে এবং বাজারে ছাড়া হলে কেনার জন্য লাইন দেন।
×