ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্মরক্ষায় রং বদলাত ছোট ডাইনোসর

প্রকাশিত: ০৪:৫৭, ২৮ অক্টোবর ২০১৭

আত্মরক্ষায় রং বদলাত ছোট ডাইনোসর

চীনে ছোট পালকবিশিষ্ট ডাইনোসরের ফসিল আবিষ্কার হয়েছে। এই ডাইনোসরগুলো আত্মরক্ষার জন্য তাদের পালকের রং বদল করত। বৃহস্পতিবার এক সমীক্ষা প্রতিবেদনে এ কথা প্রকাশ করা হয়। এতে বলা হয়, এই আবিষ্কার প্রাগৈতিহাসিক যুগে বিলুপ্ত প্রাণীদের ব্যাপারে ধারণা পেতে সহায়ক হবে। ‘কারেন্ট বায়োলজি’ জার্নালে প্রকাশিত সমীক্ষা প্রতিবেদনের লেখক ফিয়ানু স্মিথউইক বলেছেন, ‘অতীতে শিশুদের বইয়ে বর্ণিত প্রাগৈতিহাসিক প্রাণীদের কেবল ধূসর রংয়ের কথা বলা হতো, তবে এখন এতে বর্ণিল প্রাণীর ছবিও থাকবে। এই রঙ্গিন পালকের ছোট ডাইনোসর শিকারী প্রাণী থেকে রক্ষা পেতে নিজেকে লুকিয়ে রং বদল করত। এতে শিকারী প্রাণী বিভ্রান্ত হতো। ব্রিটেনের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের গবেষকরা নিশ্চিত করে বলেন, প্রাগৈতিহাসিক প্রাণীদের মধ্যে রঙের সমাহার ঘটতে শুরু করে ১৩ কোটি বছর আগে এবং এই সময় রঙ্গিন প্রাণী বাস করত। এসব প্রাণী পালকের রং বদল করে ক্যামুফ্লেজ তৈরি করত এবং শিকারী প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করত। এই রং বদলের কারণে ছোট আকারের ডাইনোসরগুলো বৃহৎ আকারের মাংসাশী ডাইনোসর থেকে রক্ষা পেত। স্মিথউইক ও তার সহযোগীরা এক যুগ আগে বিজ্ঞানীদের আবিষ্কৃত ফসিল নিয়ে গবেষণা চালিয়ে ছোট ডাইনোসরের এ রং বদলের রহস্য উদঘাটন করেন।-এএফপি অবলম্বনে
×