ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৪:৫৬, ২৮ অক্টোবর ২০১৭

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্টন মোড়ে পেছন থেকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে একটি মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়েছে। এদিকে ডেমরায় আগুনে দগ্ধ একই পরিবারের ৮ জনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে দগ্ধরা মৃত্যুর সঙ্গে লড়ছে। মেরুল বাড্ডায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। এছাড়া মিরপুরে একটি প্লাস্টিক সামগ্রীর গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর পল্টন মোড়ে একটি ট্রাক পেছন থেকে মাইক্রোবাসকে ধাক্কা দিলে সামনে অপেক্ষমাণ মোটরসাইকেলের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমানের (৬৫) মৃত্যু হয়। আর মাইক্রোবাস চালক লেনিন শেখ (৩৫) গুরুতর আহত হয়েছে। শাহবাগ থানার ওসি মোঃ আবুল হাসান জানান, নিহত মিজানুর রহমানের বাসা পুরান ঢাকার ওয়ারীতে। তিনি জানান, শুক্রবার ভোরেরদিকে মোটরসাইকেল চালিয়ে বানানীর দিকে যাচ্ছিলেন বৃদ্ধ মিজানুর রহমান। যাবার সময় পল্টন মোড়ে গিয়ে সিগন্যালে পড়ে অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলের পেছনে ছিল একটি মাইক্রোবাস। হঠাৎ পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ওই মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মোটরসাইকেলের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমানের মৃত্যু হয়। আর মাইক্রোবাস চালক লেনিন শেখকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে। পরে পুলিশ মিজানুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে বলে ওসি জানান। দগ্ধ একজনের মৃত্যু ॥ রাজধানীর ডেমরার কোনাপাড়ায় আল-আমিন রোডের বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের দগ্ধ ৮ জনের মধ্যে রতœা বেগম (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক জানান, দগ্ধদের সকলের নিবিড় চিকিৎসা চলছে। সকলেরই শ্বাসনালী পুড়েছে। তবে দু’জনের অবস্থা বেশি খারাপ ছিল। এদের মধ্যে শুক্রবার সকালে রতœার মৃত্যু হয়। সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ ॥ রাজধানীর মেরুল বাড্ডায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। এরা হচ্ছেন, চা দোকানি আবুল খায়ের, মোঃ বাহার, আয়নাল ও অজ্ঞাতনামা এক পথচারী। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে চা দোকানি আবুল খায়েরের শরীর ১৫ শতাংশ, বাহারের ১০ শতাংশ ও আয়নালের ৫ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে সামান্য দগ্ধ দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। চা বিক্রেতা দগ্ধ আবুল খায়ের জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় দোকানে চা বানাচ্ছিলাম। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনিসহ চারজন দগ্ধ হন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন, প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে ছেড়ে দেয়া হয়েছে। অগ্নিকান্ড ॥ রাজধানীর মিরপুরে একটি প্লাস্টিক সামগ্রীর গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানার প্লাস্টিক পণ্য সামগ্রী পুড়ে গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, শুক্রবার ভোর ৪টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের একটি আধাপাকা প্লাস্টিক পণ্যের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নাজমা আক্তার জানান, ওই গুদামের মালিকের নাম আব্দুল গফুর। অগ্নিকাণ্ডে পঞ্চাশ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেছেন। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি জানান, ফেলে দেয়া সিগারেটের প্রজ্বলিত আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
×