ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আদালতে শেখ হাসিনা সম্পর্কে মিথ্যাচার করেছেন খালেদা জিয়া ॥ কাদের

প্রকাশিত: ০৪:৫৪, ২৮ অক্টোবর ২০১৭

আদালতে শেখ হাসিনা সম্পর্কে মিথ্যাচার করেছেন খালেদা জিয়া ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৭ অক্টোবর ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আদালতে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেছেন, বেগম জিয়া আদালতে আত্মপক্ষ সমর্থনে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে নির্লজ্জ মিথ্যাচার করেছেন তথাকথিত সহানুভূতি অর্জনের জন্য। এটা রাজনৈতিক কোন ভাষা নয়, এটা রাস্তার ভাষা। তিনি সাবেক একজন প্রধানমন্ত্রী। তার কাছে আমরা রাস্তার ভাষা আশা করি না। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাড়িতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে আত্মপক্ষ সমর্থনে সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। আদালতে কে কী বললেন, সেটা নিয়ে বাইরে আমাদের কোন প্রতিক্রিয়া দেয়ার প্রয়োজন নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে খালেদা জিয়া এমন সব বক্তব্য দিয়েছেন, যেটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে দেশের রাজনৈতিক অঙ্গনে। কারণ, তার বক্তব্যের বেশিরভাগ অংশই হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার ওপর শারীরিক, মানসিক নিপীড়ন, মামলা, এসব নিয়ে। তিনি একতরফা মিথ্যাচার করেছেন। ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, তিনি কী করে বললেন শেখ হাসিনাকে কখনও আদালতে যেতে হয়নি। খালেদা জিয়ার আমলেও শেখ হাসিনাকে অনেকবার আদালতে যেতে হয়েছে। ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনাকেই প্রথম গ্রেফতার করা হয়েছিল। তার বাসায় যেভাবে তল্লাশি চালানো হয়েছে, ড. ওয়াজেদ তখন অসুস্থ, তার রুমে সিলিংফ্যান পর্যন্ত তল্লাশি করা হয়েছে। সেটা এ দেশের মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি। রুমে রুমে তল্লাশি করা হয়েছে। এরপর তাকে যেভাবে অসম্মান, অপমানজনকভাবে আদালতে হাজির করা হয়েছে, সেটা বাংলাদেশের জনগণ দেখেছে। ওবায়দুল কাদের বলেন, পত্র-পত্রিকা, টেলিভিশনে দেখলাম আদালতে বেগম জিয়া কান্নাকাটি করছেন। তিনি কাঁদছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তিনি যে কাঁদলেন, বাংলাদেশের কত মানুষের জীবনে কান্নার নদী বইয়ে দিয়েছিলেন তিনি। হাজার হাজার নর-নারী, শিশু হত্যা তার আমলে সংঘটিত হয়েছিল। তিনি বাংলাদেশের শত শত মানুষ, শিক্ষক, ড্রাইভার থেকে শুরু করে স্কুলশিক্ষক, কনস্টেবলকে পুড়িয়ে মেরেছেন। আজকে তিনি আদালতে গিয়ে কান্নাকাটি করে জনগণের সহানুভূতি অর্জনের জন্য মায়াকান্না কাঁদছেন। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, তিনি এতদিন পরে কক্সবাজার যাবেন রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার জন্য। তার সফরসূচী অনুযায়ী তিনি ঢাকা থেকে সড়কপথে কক্সবাজার যাবেন। আবার কক্সবাজার থেকে ঢাকা আসবেন। এখানে উপলক্ষ মানবিক, উদ্দেশ্য রাজনৈতিক। উদ্দেশ্যটা হচ্ছে এই তিনদিন গোটা ঢাকা, চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক সম্পূর্ণভাবে অচল করে দেয়া। তিনি সেখানে গিয়ে সভা করবেন, সমাবেশ করবেন রাস্তায় জমায়েত করবেন। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার উদ্দেশ্য যদি ত্রাণ দেয়া হয় তাহলে তিনি ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রাস্তা বন্ধ করে দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিচ্ছেন। প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে মানুষ কক্সবাজার যাচ্ছেন। তিন দিন ধরে সেই সড়ক অচল করে দিয়ে প্রকারান্তরে ত্রাণ সরবরাহের পথ বন্ধ করে দিচ্ছেন। এর সঙ্গে তার ওখানে কিছু ত্রাণ দেয়ার সম্পর্কটা কি। ত্রাণ দিতে গিয়ে তিনি ত্রাণ সরবরাহের পথ রুদ্ধ করে দিচ্ছেন। এটা কোন রাজনৈতিক দলের কাছে কাম্য হতে পারে। আমরা এ ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচী বন্ধ করার অনুরোধ জানিয়েছি। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম। বিকেলে মন্ত্রী কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
×