ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচনের সময় অন্তর্বর্তী দায়িত্ব পালন করবে সরকার॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৩, ২৮ অক্টোবর ২০১৭

সংসদ নির্বাচনের সময় অন্তর্বর্তী দায়িত্ব পালন করবে সরকার॥ বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৭ অক্টোবর ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমাদের নির্বাচনী যে আইন তা অত্যন্ত যুগোপযোগী। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। বিএনপি তাদের বক্তব্য তুলে ধরেছে। কিন্তু বিএনপির কোনকিছুই পছন্দ হয় না। বিএনপির সবকিছুতেই না। তিনি আরও বলেন, নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা শুধু নির্বাচন কমিশনকে সাহায্য করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোন দিন। নির্র্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলে ভোলার বাংলাস্কুল মাঠে আওয়ামী লীগ নেতা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন। বাংলাস্কুল মাঠের এ স্মরণসভা এ সময় বিশাল এক জনসভায় রূপ নেয়। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বিশ্বের কাছে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। বিশ্ববাসীর কাছে তিনি এখন মাদার অব হিউম্যানিটি অর্থাৎ তিনি মানবতার মা উপাধি পেয়েছেন। তোফায়েল আহমেদ আরও বলেন, ১৯৯৬ সালের ১১ অক্টোবর বিশিষ্ট মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক বাবুল মোল্লাকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় চারজনকে জাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, ভোলা পৌর মেয়র জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, বিজিএমইএ’র সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বিজিএমই’র নির্বাহী সদস্য শহিদুল হক বাবুল মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ। অপরদিকে সকালে ভোলার বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে শতবর্ষ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দূস-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের আগে অন্য কোন সরকারের আমলে ভোলার এ গ্যাস উত্তোলনের উদ্যোগ গ্রহণ করেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করার পর প্রধানমন্ত্রীর পরামর্শে আমি নিজে উদ্যোগ গ্রহণ করেছি। গ্যাস উত্তালনে বাপেক্স অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বর্তমানে ভোলায় ১.২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভোলার ভেদুরিয়ায় আরও একটি কূপে গ্যাস সন্ধানের কাজ চলছে। সেখানেও বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভবনা রয়েছে। ইতোমধ্যে এ গ্যাস ব্যবহার করে ২২৫ মেগাওয়াট বিদ্যুত প্লান্ট চালু হয়েছে। ২২৫ মেগাওয়াটের অপর একটি বিদ্যুত প্লান্টের কাজ চলছে এবং আরও ১০০ মেগাওয়াট বিদ্যুত প্লান্ট স্থাপন করে এসব বিদ্যুত জাতীয় গ্রিডে যোগ করা হবে। অচিরেই এখানে সারকারখানাসহ আরও অনেক বড় শিল্পকারখানা গড়ে উঠবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুভ্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে বিকেলে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
×